এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলকে ভোট না দিলে মিলবে না রেশন ও স্বাস্থ্য সাথী, হুমকি হেভিওয়েট তৃণমূল নেতার

তৃণমূলকে ভোট না দিলে মিলবে না রেশন ও স্বাস্থ্য সাথী, হুমকি হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের প্রচারে গিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হেভিওয়েট তৃণমূল নেতা নুরুল মইনের বিরুদ্ধে। গতকাল আমডাঙায় তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেতা নুরুল মইন। যেখানে তিনি জানিয়েছেন যে, তৃণমূলকে ভোট না দিয়ে যদি আব্বাস সিদ্দিকীর দলকে ভোট দেয়া হয়, তবে ভোটের পর রেশন, স্বাস্থ্য সাথী কার্ড বন্ধ করে দেয়া হবে। এই ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আগামীকালই নির্বাচন রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু স্থানে। তার পূর্বেই গতকাল তৃণমূলকে ভোট না দিলে রেশন, স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল নেতা নুরুল মইন। যে ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল তৃণমূলকে ভোট না দিলে, বা তৃণমূলের বিরোধীতা করলে একেবারে উচ্ছেদ করে দেবার হুমকি দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী হয়েছেন গৌতম দেব। গতকাল ডাবগ্রাম-ফুলবাড়ির অন্তর্গত ঠাকুর নগরে গিয়েছিলেন তিনি। সেখানে এক আশ্রমের সন্ন্যাসী সুধাকৃষ্ণ দাস গোস্বামীকে হুমকি দিয়ে তিনি জানিয়েছেন,”এখানে বিজেপি ফিজেপি, কোনও গন্ধ করবেন না, আপনারা থাকুন, গভর্মেন্ট থেকে যা সাহায্য লাগলে দেব। আর যদি আমাদের বিরোধিতা করেন, সেখান থেকে উচ্ছেদ করব। বুঝে নিন। আমি গৌতম দেব, যা বলি তাই করি।”

এরপর, সন্ন্যাসী সুধাকৃষ্ণ দাস গোস্বামীর উদ্দেশ্যে তিনি আরও জানান, তিনি সন্ন্যাসী-টন্ন্যাসী কিছু বোঝেন না। তিনি নিজেও সন্ন্যাসী। সন্ন্যাসী না দেখাতে আর বিজেপি না করতে। এসব মোদির রাজ্য চললেও, বাংলায় চলবে না। সকলকে তৃণমূল করতে হবে। সবাইকে তৃণমূলে ভোট দিতে হবে।

এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁর এই বক্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির মুখপাত্র ও বিজেপির প্রার্থী শমীক ভট্টাচার্য জানালেন যে, এটাই হলো তৃণমূলের সংস্কৃতি। এরপর আবার ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে এলো তৃণমূল নেতা নুরুল মইনের বিরুদ্ধে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!