এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সভাপতি পিকের দালাল! দলকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন! অনুব্রত-গড়ের মুকুলের বিস্ফোরক অভিযোগ

সভাপতি পিকের দালাল! দলকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন! অনুব্রত-গড়ের মুকুলের বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কিছুদিন ধরেই রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দর থেকে লাগাতার গোষ্ঠী কোন্দলের খবর আসছিল। এবার গোষ্ঠী কোন্দল দেখা গেল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিতে। বিজেপি দলের প্রবল গোষ্ঠী কোন্দল দেখা গেল গতকাল সোমবার বীরভূম জেলার রামপুরহাট শহরে। ঢাকঢোল বাজিয়ে মিছিল করতে দেখা গেল বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীদের। এই ঘটনায় রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গেছে। গতকাল রামপুরহাট রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে একটি মিছিল বেরিয়েছিল। এই মিছিলের ব্যানারে মিছিলের উদ্যোক্তা হিসেবে লেখা ছিল ‘দায়িত্ব বঞ্চিত বিজেপির কার্যকর্তাগণ’।

এই মিছিলে যোগদান করেছিলেন বিজেপির কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ ঘোষ, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সত্যেন দাস, গত বিধানসভা নির্বাচনের নলহাটি বিধানসভার প্রার্থী বিজেপি প্রার্থী অনিল সিং, রামপুরহাট বিধানসভার প্রাক্তন অবজার্ভার কালিদাস পাল ও বেশ কিছু প্রাক্তন মণ্ডল সভাপতি। বিজেপির বর্তমান সভাপতিদের কাউকেই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের সকলের হাতেই দেখা গেছে দলের পতাকা। গতকালের এই মিছিলটি কেন্দ্রীয় কৃষি আইন এর সমর্থনে বের হলেও শেষ পর্যন্ত এই মিছিলে বিজেপি দলের জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের নামে ক্ষোভ- বিক্ষোভ প্রকাশের মিছিলে পরিণত হলো। বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এর বিরুদ্ধে বিক্ষোভ জানালেন বিজেপির কিষান মোর্চার প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ ঘোষ।

জেলা সভাপতির বিরুদ্ধে তিনি জানালেন, “বর্তমান জেলা সভাপতি ‘টেস্ট টিউব বেবি’। তিনি রাজনীতির কিছু বোঝেন না। তিনি জেলা সভাপতি হওয়ার পর ৩৩টি মণ্ডল সভাপতিকে অন্যায়ভাবে সরিয়ে টাকার বিনিময়ে নিজের পছন্দের লোকদের বসিয়েছেন। জেলার তিন হাজার বুথ সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দলীয় কর্মসূচিতেও ডাকা হচ্ছে না। আমাকেও অগণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছে। দলের পুরনো কর্মীদের সঙ্গে যদি এমন আচরণ করা হয়, তাহলে কী করে সংগঠন মজবুত হবে? তিনি বলেন, বর্তমানে দলে ‘ফড়ে’ রাজ চলছে। দলে পুরনো কর্মীদের সম্মান নেই। দুঃখের সঙ্গে বলছি, সম্ভাবনা থাকলেও ২১ সালে বীরভূমে বাজনা বাজাতে পারব না। তাই আগেই ঢাকঢোল বাজিয়ে মিছিল করলাম।”

জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রামপুরহাট ১ মন্ডলের প্রাক্তন সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায়ের জানালেন, “আমরা মারধর খেয়েও মহম্মদবাজারে একটি পঞ্চায়েতে জিতেছি। লোকসভা ভোটে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে একাধিক বুথ থেকে দলকে লিড দিয়েছি। অথচ অগণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের সরিয়ে দিয়েছেন জেলা সভাপতি। ঊর্ধ্বতন নেতৃত্বকে ঘটনার কথা জানালেও সুরাহা হয়নি। কোনও বৈঠকে আমাদের ডাকা হয় না। তাই কর্মীরা ক্ষোভ জানিয়েছেন। বর্তমান জেলা সভাপতি হিটলারি মনোভাব নিয়ে দল চালাচ্ছেন। উনি পিকের দালাল। দলকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন। বিজেপি মনোভাবাপন্ন মানুষ তাঁকে ক্ষমা করবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে তাঁরা গতকাল বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ জানানোয় সাধারণ মানুষের মধ্যেও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাস্তায় নেমে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ফলে অস্বস্তিতে পড়তে চলেছে বিজেপি। বীরভূম জেলার এক বিজেপি নেতা জানালেন, বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে না পারলে আগামী বিধানসভা নির্বাচনে সমস্যায় পড়বে দল।

এই ব্যাপারে জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিজেপির ব্যানারে কারা মিছিল করেছে, খোঁজখবর নিয়ে বলব।” বীরভূম জেলার বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব আগেও দেখা দিয়েছিল। জেলা নেতৃত্বের বৈঠকে নেতারা বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন নেতারা। কিছুদিন আগে রামপুরহাটের বিজেপি পার্টি অফিসেই জেলা সভাপতি ও রাজ্য সম্পাদক বিবেক সোনকারের শুরু হয় বচসা। তবে, গতকালের মতো ঘটনা ইতিপূর্বে ঘটেনি

শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপিকে বারবার কটাক্ষ করতে দেখা গিয়েছিল। কিছুদিন ধরেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছিল। গতকাল বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক জানিয়েছিলেন যে, যেদিন তৃণমূল দল থেকে গোষ্ঠীকোন্দল দূর হবে, সেদিন দলটাই উঠে যাবে। কিন্তু এবার বিজেপি নিজেই গোষ্ঠীদ্বন্দ্বর সমস্যায় জড়িয়ে পড়লো। আগামী বিধানসভা নির্বাচনে যা একটা বিরাট প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!