এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > TMCP-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এড়ালেন শুভেন্দু -ঘনিষ্ঠ প্রভাবশালী নেত্রী! জল্পনা শুরু

TMCP-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এড়ালেন শুভেন্দু -ঘনিষ্ঠ প্রভাবশালী নেত্রী! জল্পনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব এসে গিয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর এবং তা ক্রমশ প্রকাশ্যে এসে পড়ছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁর অনুগামীরাও দলের সাথে দূরত্ব বাড়াতে প্রচেষ্ট হয়েছেন। এরকমই একটি ছবি এবার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে। গত 28 আগস্ট শুক্রবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন কলেজে কর্মসূচি পালন করা হয়। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস এ বছর পালিত হলনা।

জেলা সভানেত্রী অন্বেষা জানা শাসক দলের ছাত্রসংগঠনের কোন অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না এবং পতাকাও তোলেননি বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত এই অন্বেষা জানা শুভেন্দু অনুগামী বলেই পরিচিত সর্বত্র। এই নিয়ে ইতিমধ্যে আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর আগে রাজ্যের বহু বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। করোনার কারণে এ বছর প্রত্যক্ষ ভাবে কোনো কর্মসূচি পালন না হলেও প্রতিটি জেলায় জেলা কমিটি এবং সমস্ত কলেজকে সংগঠনের পতাকা উত্তোলন এবং সামাজিক কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। শুধু তাই নয় ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 শে আগস্ট যে বক্তব্য রেখেছেন তা যাতে সমস্ত জেলায় সম্প্রচার হয়, সে কথা বলা হয়েছিল।

কিন্তু তার পরেও দেখা গেছে শুক্রবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য কোনো কর্মসূচি নেই, কোনো উদ্যোগ নেওয়া হয়নি জেলা স্তরে। আর এর জন্য জেলা সভানেত্রী অন্বেষা জানাকেই দায়ী করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। এদিন মহিষাদল রাজ কলেজে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উদ্বোধন করেছেন অনুষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক চক্রবর্তী। তিনি অবশ্য জানিয়েছেন, এই কর্মসূচিতে অন্য কেউ আমন্ত্রিত ছিলেন না। একইভাবে পাঁশকুড়া বনমালী কলেজে সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেখানকার অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ছাত্রনেতা আক্রম সিদ্দিকী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অবশ্য জানান, কলেজের ছাত্র সংগঠনের প্রবীণ নেতারা পতাকা উত্তোলন করার পর বাকি কর্মসূচি কলেজের ছাত্ররাই পালন করেছে। তবে মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের টিএমসিপির ইউনিয়ন সভাপতি মহাদেব মাইতি অবশ্য জানিয়েছেন, জেলা সভানেত্রী অন্বেষা জানা ওই কলেজে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানের মাঝপথে। জেলার 21 টি কলেজে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের সাথে সাথে কেন্দ্রীয় সরকারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েও সরব হতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতাকে। অন্যদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে অংশ না নিলেও এদিন জেলা সভানেত্রী অন্বেষা জানা জানিয়েছেন, পরবর্তীতে নিট এবং জয়েন এন্ট্রান্স পরীক্ষা বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

তবে জেলা সভানেত্রী অন্বেষা জানার বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ঘটনায় টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এদিন জানান, তিনি সঠিক খবর নিয়ে তবেই কিছু বলতে পারবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, জনপ্রিয় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দলনেত্রীর দূরত্বের কারণে বিভিন্ন জায়গায় ধীরে ধীরে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁর সবথেকে ভালো উদাহরণ পূর্ব মেদিনীপুরের ঘটনা। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী কিন্তু এখনও পর্যন্ত দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে চলা নিয়ে কোনো রকম মন্তব্য করেননি।

পাল্টা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সম্পর্কে বর্তমান জল্পনা নিয়ে। যেভাবে দূরত্ব বাড়ার কারণে শুভেন্দু অধিকারীর সম্পর্কে অন্য দলে যাবার জল্পনা চলছে প্রবলভাবে, তা নিয়ে তিনি আদালতে মামলা করবেন বলেও জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে। তবে একথা ঠিক, শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ দূরত্ব আগামী দিনে তৃণমূল শিবিরকে যে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে, তা এক বাক্যে মেনে নিচ্ছেন সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!