এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার রংবদল! তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপি ঘুরে আবার ফিরে আসছেন ঘাসফুল শিবিরেই?

আবার রংবদল! তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপি ঘুরে আবার ফিরে আসছেন ঘাসফুল শিবিরেই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের” নচিকেতার এই গান সর্বজনবিদিত। রাজনৈতিক দলের নেতারা মাঝেমধ্যেই দলবদল করেন। আজ যিনি কংগ্রেসের হয়ে লড়ছেন, কাল যে তিনি তৃণমূলের হয়ে লড়বেন না, এই গ্যারান্টি কোথাও নেই। মুর্শিদাবাদে বারবার দলবদল করে বর্ণময় চরিত্রে রূপায়িত হয়েছেন হুমায়ুন কবীর।

এবার যে দল থেকে তিনি ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, সেই প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে আবার নাম লেখাতে চলেছেন হুমায়ুনবাবু। একসময় কংগ্রেসের হেভিওয়েট নেতা ছিলেন তিনি‌‌। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপিতে নাম লিখিয়েছেন। তবে এবার বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন এই হেভিওয়েট নেতা। সূত্রের খবর, আগামী 6 আগস্ট জেলা নেতৃত্বের কাছ থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন হুমায়ুন কবির। কিন্তু বারবার তার এই দলবদল কেন? তিনি কেন আবার বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করছেন? তাহলে কি তার রাজনৈতিক চরিত্রে বারবার বদল আসবে?

একাংশ বলছেন, রাজনীতিবিদরা যদি এইভাবে দলবদল করতে শুরু করেন, তাহলে মানুষের মনে তাদের বিশ্বাস নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করবে। কিন্তু এই প্রসঙ্গে কি বলছেন হুমায়ুন কবীর?তিনি বলেন, “তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম। পুরনো দলে যতদিন রাজনীতি করব, দিদি আমার নেত্রী। তার কথামত কাজ করব‌। 6 আগস্ট বহরমপুরে জেলা দপ্তরের স্বাস্থ্যবিধি মেনে দলের সভা হবে। সেখানেই বেশকিছু অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে হুমায়ুন কবীরের মত নেতাকে দলে স্বাগত জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান।তিনি বলেন, “ভুল শুধরে হুমায়ুন দলে ফিরতে চাইছে। ওকে স্বাগত।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে যাই বলুক না কেন, বর্তমানে যেভাবে দল ভাঙ্গনের ঘটনা ঘটছে বাংলার রাজনীতিতে, তাতে অনেক রাজনীতিবিদদের ভাবমূর্তি সম্পর্কে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন, হুমায়ুন কবীর।

এর আগে অনেকবার দলবদল করেছেন তিনি। তাই রাজনৈতিক দলগুলো নিজেদের দিকে পাল্লা ভারী করতে বারংবার দলবদল করা হুমায়ূন কবীরকে আবার শাসক দল নিজেদের দিকে নেওয়ায় তৃণমূলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হুমায়ুন কবীর তৃণমূলে যোগ দিয়ে নিজের রাজনৈতিক শক্তি কতটা প্রতিফলিত করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!