এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল “শুভেন্দু রাখি”! অনুগামীদের নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে

বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল “শুভেন্দু রাখি”! অনুগামীদের নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে রাখি বন্ধন উৎসব লাল-নীল রকমারি রাখির মধ্যে দিয়ে হাতে বাঁধা হত। কিন্তু যত সময় বদলেছে, তত রাখিতেও দেখা গেছে রাজনীতির ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বাজারে অনেক দিন আগেই এসে গেছে মমতা রাখি। তৃনমূলের কর্মী-সমর্থকরা সেই রাখি একে অপরের হাতে পরিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করেন। তবে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তেমনভাবে আর কারও ছবি দিয়ে এরকম কোনো রাখি তৈরি হতে দেখা যায়নি।

কিন্তু এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন দলের কর্মী-সমর্থকরা সূত্রের খবর, সোমবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতাল এবং সেভ করোনা হোমে আক্রান্তদের জন্য শুভেন্দু অধিকারীর রাখি, মিষ্টি এবং মাস্ক পাঠানো হল। জানা যায়, এদিন শুভেন্দু অধিকারীর অনুগামীরা রাখি বন্ধন উৎসব পালনে তার ছবি দেওয়া 5000 রাখি নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়া জনসাধারণকে “শুভেন্দু রাখি” পড়িয়ে দেওয়া হচ্ছিল।

যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তেমনভাবে আর কারও মুখ দিয়ে রাখি তৈরি করা হয়নি, তখন শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে তার অনুগামীরা রাখি তৈরি করায় এবং তা সাধারন মানুষের হাতে পড়িয়ে দেওয়ায়, নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এদিন নিজের মতো করেই বিভিন্ন সেফ হোম থেকে শুরু করে আবাসিক প্রতিবন্ধী সহ অন্যান্যদের জন্য রাখি এবং মিষ্টি পাঠিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, তৃণমূলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু তারপর তাকে শুধুমাত্র কোর কমিটির সদস্য করে “পর্যবেক্ষক” পদ তুলে দিয়ে তার গতিবিধি নিয়ন্ত্রণ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এরপর থেকেই তার অনুগামীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হতে শুরু করেছে। এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দলবদল করতে পারেন বলে নানা মহলে জল্পনা তৈরি হতে শুরু করেছে।

আর সেই মুহূর্তে তার অনুগামীরা যেভাবে তার ছবি দিয়ে রাখি তৈরি করে মানুষের হাতে তা পড়িয়ে দিলেন, তা নতুন করে জল্পনার সৃষ্টি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে দেশপ্রাণ ব্লকের আউরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ব্লক যুব তৃনমূলের সভাপতি দেবাশিস ভূঁইয়া বলেন, “সিপিএমের অত্যাচারের হাত থেকে শুভেন্দুর হাত ধরে এলাকার মানুষ পরিত্রান পেয়েছিলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই ওই রাখি সাধারণ মানুষের হাতে পড়িয়ে দেওয়া হয়েছে।”

তবে “শুভেন্দু রাখি” মানুষের হাতে পড়িয়ে তার অনুগামীরা যতই জল্পনায় জল ঢালুন না কেন, এটা শুভেন্দু অধিকারীর ভবিষ্যতে রাজনৈতিক বার্তা কিনা! তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এখন তৃণমূলে “মমতা রাখির” পর “শুভেন্দু রাখি” বাজারে আসা মাত্রই নতুন করে রাজনৈতিক গুঞ্জন ছড়াতে শুরু করেছে গোটা রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!