এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার! চাঞ্চল্য অনুব্রত-গড়ে

একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতাকে খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার! চাঞ্চল্য অনুব্রত-গড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালের আগে জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিত ছিল। প্রায় প্রতিদিন জঙ্গলমহলের মানুষের ঘুম ভাঙত কান্না এবং মৃতদেহ দেখে। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর এই নানা প্রকল্পের মধ্যে দিয়ে মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর কথা বলে জঙ্গলমহলকে শান্ত করেছে। বারবার জঙ্গলমহলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে আজ সেখানে উন্নয়নের বন্যা বইতে সচেষ্ট হয়েছেন। তেমনভাবে আর কোনো পোস্টার এবং কোনো খুন হতে যায় দেখা যায় না জঙ্গলমহলে। কিন্তু এবার কি বীরভূমে আবার নতুন করে মাওবাদীরা জেগে উঠতে শুরু করল?

সূত্রের খবর, এবার বীরভূমের পাড়ুইয়ে হঠাৎ করেই মাওবাদীদের পোস্টার পড়তে শুরু করেছে। যেখানে শাসক দলের একাধিক নেতাকে সেই পোস্টারে খুনের হুমকি দেওয়া হচ্ছে। জানা গেছে, ইলামবাজারে তৃণমূলের ব্লক সভাপতি, সহ সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতির নাম করে একটি পোস্টার দেওয়া হয়েছে। আর তাকে কেন্দ্র করেই এবার ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

এইভাবে অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে এই পোস্টার কে বা কারা দিল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, এর পেছনে মাওবাদীদের হাত রয়েছে। তবে নিশ্চিত করে এই ঘটনার পেছনে যে মাওবাদীরাও জড়িত তা বলতে পারছেন না শাসকদলের অনেকেই। তাই তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে অনেক ক্ষেত্রে বিজেপিকে দায়ী করা হচ্ছে। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। আর তার মাঝেই বীরভূমে যেভাবে একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম করে পোস্টার পড়তে দেখা যাচ্ছে, তাতে মাওবাদী আতঙ্ক নতুন করে ছড়িয়ে পড়ছে অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে। যদি সত্যি সত্যিই এই পোস্টারের পেছন মাওবাদীদের কোনো ভূমিকা থাকে, তাহলে তা আগামীদিনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে প্রশাসনের কাছে বলেই মত বিশেষজ্ঞদের। তাই এখন থেকেই এই গোটা ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে দাবি করছেন এলাকাবাসী।

যদিও বা এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি চক্রান্ত করে ভয় দেখানোর জন্য মাওবাদীদের নাম করে এই পোস্টার দিয়েছে। কেননা ইলামবাজার এবং পাড়ুই এলাকায় মাওবাদীদের কোনো অস্তিত্ব নেই। শাসক দলকে ভয় দেখাতেই বিজেপি চক্রান্ত করছে। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।

তাদের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। এক দল আরেক দলকে ভয় দেখাতে মাওবাদীদের নাম করে পোষ্টার দিয়েছে। বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে এবার মাওবাদী পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখন গোটা পরিস্থিতি গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!