এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূলের অন্তদ্বন্দ্বে এখন আশার আলো দেখছে কংগ্রেস, জেনে নিন কারণ

তৃণমূলের অন্তদ্বন্দ্বে এখন আশার আলো দেখছে কংগ্রেস, জেনে নিন কারণ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে চলছে তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল। এদিকে সামসেরগঞ্জ বারবার রাজনৈতিক নাটকীয়তার সাক্ষী। গত বিধানসভা নির্বাচনে সামসেরগঞ্জের প্রভাবশালী তৃণমূল নেতা রেজাউল হক বা মন্টু বিশ্বাস যিনি সামসেরগঞ্জ ব্লক তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কমিটির কোষাধ্যক্ষ, তিনি নির্বাচনের পূর্বে হটাৎ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। সেবার নির্দল প্রার্থী হিসেবে তিনি ৪২৩৮৯ ভোট পেয়েছিলেন। শক্তিশালী কংগ্রেস গড়ে কংগ্রেসের অনেকটা ভোট কেটে নিয়ে তিনি তৃণমূলের জয় সহজ করে দেন। তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম মাত্র ১৭৮০ ভোটে জোটের সিপিএম প্রার্থীকে পরাজিত করতে পেরেছিলেন।

এরপর থেকে সামসেরগঞ্জে উত্থান ঘটেছে আমিনুল ইসলামের। তারপরই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মন্টু বিশ্বাস ও আমিনুল ইসলামের গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ বেঁধেছে। সামসেরগঞ্জে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ধুলিয়ানের সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বারবার তৃণমূলের দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমা, গুলি এমনকি মৃত্যুও দেখা গেছে।

এদিকে গত বিধানসভা নির্বাচনের সামসেরগঞ্জে তৃণমূল প্রথম প্রার্থী দিয়েছিল। ভোট কাটাকুটিতে তৃণমূল জয়লাভ করেছিল। কিন্তু গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে সামসেরগঞ্জে ৭৯৩৯ টি ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। সম্প্রতি, জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব নিজেকে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচয় দিয়েছেন। তবে খুনের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তাই তিনি ও তাঁর অনুগতরা অনেকেই জেলে আছেন বা গাঢাকা দিয়েছেন।

আপনার মতামত জানান -

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সামশেরগঞ্জ পুনর্দখলে আশার আলো দেখছে কংগ্রেস। এ প্রসঙ্গে কংগ্রেসের ব্লক সভাপতি হবিবুর রহমান জানালেন যে, সামসেরগঞ্জে কংগ্রেসের যথেষ্ট প্রভাব আছে। তাই এই আসন যদি সিপিএমকে ছেড়ে দেয়া হয়, তবে এই আসনে কংগ্রেসের সমর্থকদের ভোট টেনে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর, সাগরদিঘী কংগ্রেসকে ছেড়ে দেওয়ায় এ দুটি আসনে তৃণমূল সহজেই জয়লাভ করে।

তবে, এ প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা জেলা কমিটির সদস্য তোয়াব আলি জানালেন যে, আসন সমঝোতার বিষয়টি একটি পলিসির উপরে দাঁড়িয়ে আছে। তাই সামসেরগঞ্জে কে লড়াই করবে তা বলা কঠিন। তবে জোট ধর্ম বজায় রেখেই সিপিএম মুর্শিদাবাদে লড়াই করবে। এভাবে সামসেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সামসেরগঞ্জ পুনর্দখলে আশার আলো দেখছে কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!