এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে,ভোট পরবর্তী হিংসা নিয়ে আবার বড়সড় পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে,ভোট পরবর্তী হিংসা নিয়ে আবার বড়সড় পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে আবার বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী কাল ও আগামী পরশু জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল মালদহ জেলা পরিদর্শনে যেতে চলেছেন। আবার আগামী ৮ ই জুলাই মুর্শিদাবাদ পরিদর্শন করবেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাঁরা। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। এরপর আবার রাজ্য পরিদর্শনের যেতে চলেছে মানবাধিকার কমিশন। ফলে, অস্বস্তি বাড়ছে তৃণমূলের।

প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে বিজেপি সহ একাধিক বিরোধী শিবির থেকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ভোটের ফল প্রকাশের সময় রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ছিল। এরপর রাজ্যে নতুন সরকার গঠনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার কোন পরিবেশ নেই। সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তৃণমূলের এই দাবি মেনে নিতে পারে নি বিজেপি সহ বিরোধী দল। সরকারের বিরুদ্ধে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মামলার শুনানিতে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারের পক্ষ থেকে আদালতকে এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হলে, আদালত তা খারিজ করে দেয়। এরপর সাত সদস্যের কমিটি গঠন করে একাধিক জেলা পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। যাদবপুরে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের উপরে হামলা ও বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ অভিযোগ করেছেন যে, যাদবপুরের যে সমস্ত এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে, সেখানে গেলে মানবাধিকার কমিশনের কয়েকজন সদস্যের ওপর হামলা করা হয়েছে। তবে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। এবার, আবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রশিদের নেতৃত্বে মালদহ, মুর্শিদাবাদ পরিদর্শন করতে চলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এদিকে যাদবপুরের ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে শোকজ করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি রশির মুনির খানকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!