এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতেই ৮ প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু?

দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতেই ৮ প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের এসডিও অফিসের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। মূলত আমফানের ক্ষতিপূরণ নিয়ে তৃণমূলের দুর্নীতি ও নানা বিষয় নিয়ে চলেছিল বিজেপির এই বিক্ষোভ। এই বিক্ষোভের প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি বেশকিছু নেতৃত্বও যোগ দিয়েছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে যোগ দিতে আসার পথে বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য নিগৃহীত হয়েছিলেন। স্রোতের পোলের কাছে কয়েকজন দুষ্কৃতী তার গাড়িতে হামলা চালিয়েছিল। গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তিনি আহতও হয়েছিলেন। তাঁর সঙ্গে সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মীও আহত হয়েছিলেন। এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করেছিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের প্রতি অভিযোগ করে বলেছিলেন, ” তৃণমূল দলটি এখন চুরি-ছিনতাই দলে পরিণত হয়েছে।”

এরপর তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সভা মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন যে, তৃণমূল দলের যে সমস্ত নেতা গন্ডগোল বাধাচ্ছেন রাজ্যজুড়ে, করছেন দুর্নীতি রাজ্যের শাসন ক্ষমতার বদল এলেই এই সমস্ত তৃণমূল নেতারা জেলের ভাত খাবেন। আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের উপযুক্ত শাস্তির দাবি তিনি করেছিলেন। বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যাকাণ্ডের ঘটনায় তিনি কেন্দ্রীয় তদন্তের দাবি জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার গত মঙ্গলবার ডায়মন্ড হারবারের এই সভায় গন্ডগোল করার অভিযোগে সরিষা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা রাজু বাগ ও বিজু বাগ নামের দুই ব্যক্তি ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। তাঁদের এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। একাধিক অভিযোগ আছে তাঁদের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। যেমন উস্কানিমূলক বক্তব্য প্রচার, জাতীয় সড়ক অবরোধ করা, বিনা অনুমতিতে সভা করা, করোনা কালে জনসগম এই অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির ৭ নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর করেছেন তাঁরা।

অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এর ওপরে হামলার ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল বিজেপির। কিন্তু এই হামলার ঘটনার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সভাপতি উমেশ দাস ও সহ-সভাপতি দেবাংশু পান্ডা-সহ আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

তাঁদের উপর এই অভিযোগ দায়ের প্রসঙ্গে সহ সভাপতি দেবাংশু পান্ডা জানিয়েছেন যে, তাঁদের নাম পুলিশের কাছে অভিযোগ দায়ের করা রাজু বাগ ও বিজু বাগ দুজনেই তৃণমূল কর্মী। তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে রুখে দেওয়ার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের অভিযোগের সত্যতা বিচার করতে তদন্তের কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য রাখা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!