এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শিকেয় উঠেছে ১০০ দিনের কাজ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী!

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শিকেয় উঠেছে ১০০ দিনের কাজ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সংযোজন-বিয়োজনের তারতম্যে রাজ্যের অনেক স্থানেই দোদুল্যমান শাসকদলের দলীয় সংগঠন। একদিকে যখন শাসক দল তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা পিকে শাসকদলের সদস্য সংখ্যা বৃদ্ধির কাজে মত্ত হয়েছেন। অন্যদিকে শাসক দলের অন্দরে বেশ কিছু স্থানে দেখা দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষত। অনেক ক্ষেত্রেই গোষ্ঠীদ্বন্দ্ব এতটা পরিমানে বৃদ্ধি পাচ্ছে যে, তা অনেকসময় চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। যার জন্য মুখ পুড়ছে শাসকদলের। সম্প্রতি বাঁকুড়া জেলার কোতুলপুরের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রচন্ড বিবাদ, বিতর্ক, বিরোধের কারণে স্তব্ধ হয়ে পড়েছে ১০০ দিনের কাজ। যার ফলে বহুল সমস্যা ও ক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে শাসক দলকে।

স্থানীয় সূত্রের খবর কিছুদিন আগে মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর সংসদ এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পে একটি নালা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। যে প্রকল্পে ১২০০ শ্রমদিবস তৈরী হবার কথা ছিল। এ কাজে উক্ত এলাকার মোট ২৪০ জন জব কার্ড অধিকারীর নামও নথিভূক্ত করা হয় এতে। সমস্ত নিয়ম মেনেই প্রকল্পর সুপারভাইজারকেও নিযুক্ত করা হয়েছিল। সবকিছুই যখন প্রায় চূড়ান্ত, তখনি অকস্মাৎ বাধা হয়ে দাঁড়ালেন তৃণমূল শাসিত এই পঞ্চায়েতের বেশ কিছু তৃণমূল সদস্য।

নালা সংস্কারের এই ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দু দলের বিবাদ, বিরোধ এতটাই উচ্চ মাত্রায় পৌঁছেছে যে, উপযুক্ত নিরাপত্তার অভাবে প্রধান, উপপ্রধান এই গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত হওয়াই বন্ধ করে দিয়েছেন। এর ফলেই থমকে গেছে একশো দিনের এই প্রকল্পটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১০০ দিনের এই প্রকল্প স্তব্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী যেমন ক্ষুব্ধ, তেমনি ক্ষুব্ধ এই ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত হওয়া কর্মপ্রার্থীরা। এ প্রসঙ্গে কর্মপ্রার্থীরা জানিয়েছেন যে, করোনা সংক্রমনের আবহে এই ১০০ দিনের কাজ যদি তাঁরা পেতেন, তবে তাঁদের আর্থিক সমস্যার অনেকটাই সুরাহা হতো। একারণেই অবিলম্বে তাঁরা এই ১০০ দিনের কাজ চালু করে করার দাবি জানালেন।

কেন থমকে আছে এই ১০০ দিনের কাজ? এর উত্তরে মদনমোহনপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল জানিয়েছেন যে, ভাগলপুর সংসদ এলাকায় এই ১০০ দিনের কাজ শুরু করার সমস্ত রকম প্রস্তুতি তাঁরা নিয়েছিলেন। কিন্তু কোন এক অজানা কারণেই পঞ্চায়েত সদস্যদের একটি অংশ তাঁদের এই কাজে বাধার সৃষ্টি করলেন। প্রতিবাদ করতে গেলে জুটলো হেনস্থা ও মারধর। তাই শেষ পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা না মেলায় পঞ্চায়েত অফিসে যাবার ব্যাপারে অসম্মতি জানালেন তিনি।

১০০ দিনের এই কাজ থমকে যাওয়া প্রসঙ্গে তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ জানালেন, ” মদনমোহনপুরে পঞ্চায়েত সদস্যদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে।” অন্যদিকে এ প্রসঙ্গে কোতুলপুরের বিডিও কৃষ্ণেন্দু ঘোষের বক্তব্য, ” পঞ্চায়েতে ঝামেলার কারণে ১০০ দিনের কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে সমস্যা মিটিয়ে দ্রুত কাজ চালুর ব্যবস্থা করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!