এখন পড়ছেন
হোম > জাতীয় > “তৃণমূলের ঝাণ্ডা হাতে নিয়ে শুধু টাকা কামিয়েছে। মানুষের উপর জোরজুলুম করেছে। এই সব ক’টার পাখনা কাটব।” – বিস্ফোরক মহাগুরু

“তৃণমূলের ঝাণ্ডা হাতে নিয়ে শুধু টাকা কামিয়েছে। মানুষের উপর জোরজুলুম করেছে। এই সব ক’টার পাখনা কাটব।” – বিস্ফোরক মহাগুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর ব্রিগেড মঞ্চ থেকে বিজেপিতে যোগদানের পরই দলের হয়ে প্রচারের ঝড় তুলে দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীর হয়ে রোডশো ও জনসভায় যোগদান করছেন তিনি। আজ পূর্ব বর্ধমানের রায়নাতে সভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রায়নার সভা থেকে তিনি জানালেন, তৃণমূলের পতাকা হাতে নিয়ে কিছু মানুষ শুধু টাকা কামিয়েছে। মানুষের উপর জোর জুলুম করা হয়েছে। এই সমস্ত লোকের পাখনা কাটবেন তিনি। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ চুরি-চামারিকে একেবারে পেশা করে ফেলেছেন।

অভিনেতা মিঠুন চক্রবর্তী জানান, শুটিং ছেড়ে এখন বাংলায় পড়ে আছেন তিনি। এবার তিনি বাংলাকে বদলে দেবেনই। তৃণমূলকে পরাস্ত করার হুঁশিয়ারি দিলেন তিনি। জনগণের উদ্দেশ্যে অভিনেতা জানালেন, ভয় না পেতে, নিজের ভোট নিজে দিতে। অনেকে অনেক বছর নিজের ভোট নিজে দিতে পারেন নি। এবার যেন তাঁরা সেটা করেন। এবার আর ছাপ্পা ভোট হবে না, ভোট লুঠও হবে না। সকলে ভোট দিলেই তৃণমূলের বিদায় নিশ্চিত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহাগুরু জানালেন, এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে। তৃণমূলের দুয়ারে রেশনের প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি প্রশ্ন করেন, দুয়ারে রেশন কিভাবে হবে? দুয়ারে রেশন কথাটাই হল আসলে ভাওতাবাজি। রেশন হলো সাধারণ মানুষের অধিকার। এক্ষেত্রে কোনো রকম বঞ্চনা চলবে না। অভিনেতা জানালেন, ভিক্ষে নয়, মানুষকে তার অধিকারের পাওনা দিতে হবে। বিজেপি ক্ষমতায় এলে বঞ্চনার ধারা শেষ হবে।

অভিনেতা জানালেন, তৃণমূল বলছে যে, দুয়ারে রেশন দেওয়া হবে। তাদের কথাতে একদম বিশ্বাস না করতে। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, তারা তো দেখেছিলেন আম্ফানের সময় কি অবস্থা হয়েছিল। এই চাল চোরেরাই দুয়ারে রেশন পৌঁছানোর আগে চাল চুরি করে নেবে। তিনি অভিযোগ করেছেন, তার একাধিক কর্মসূচির অনুমতি দেয়া হচ্ছে না।

তিনি হুশিয়ারি দিয়ে জানান, যতই তাঁকে আটকানো হবে, ততোই বাধা ভেঙে এগিয়ে যাবেন তিনি। তিনি জানালেন, রাজ্যের সুদিন আনার লক্ষ্যে তিনি প্রচার করছেন। মহাগুরু জানালেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকলে দেশের যেকোনো জায়গায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এই প্রকল্প কেন রাজ্যে চালু করতে দেয়া হয়নি?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!