এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের মুখপাত্রকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি শিশির অধিকারীর

তৃণমূলের মুখপাত্রকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি শিশির অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছু সময় ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়ছিল তৃণমূল নেতৃত্বের। এরপর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। তারপর সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা হয় কাঁথি পুরসভার প্রসাশক পদ থেকে। এরপর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয় শিশির অধিকারীকে। তার পর তাঁকে অপসারিত করা হয় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকে। কিন্তু এখনো পর্যন্ত শিশির অধিকারী তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি। কিন্তু, তাঁর পুত্র তথা তাঁর পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করা হলে, তিনি কিছুতেই তা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিলেন।

কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কটাক্ষ করেছিলেন তিনি তাঁর পরিবারকেও। কুনাল ঘোষ জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আর্থিক লেনদেন ছিল সারদা-কর্তার। শুভেন্দু অধিকারীকে ‘ কাঁথির ভাইপো’ বলেও কটাক্ষ করেছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন শিশির অধিকারী। তিনি অভিযোগ করেছেন, কুণাল ঘোষ তৃণমূল দলের ক্ষতি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হন, বা যেই হোন না কেন? সারদার উচ্চপদে থেকে অনেক টাকা তিনি নিয়েছিলেন। তিনি একজন রিপোর্টার ছিলেন সারদা সংস্থার। যিনি ১৬ লক্ষ টাকা বেতন পেতেন। ভারতের মতো অর্থনীতিতে এত টাকা কে পান? বলে প্রশ্ন করেছেন তিনি। তিনি জানিয়েছেন যে, এগুলো সমস্ত সারদার টাকা, এগুলো গরিব মানুষের টাকা। সে টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। নাহলে তাঁকে ঘিরে ধরার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান যে, যারা সারদায় টাকা হারিয়েছেন, তাঁদেরকে তিনি বলবেন যে তাকে ঘিরে ধরতে।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর দল ত্যাগ প্রসঙ্গে তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী কেন তৃণমূল ছেড়ে দিয়েছেন? তা নিয়ে তিনি বাইরে কি বলেছেন? তা তিনি জানেন না। কিন্তু বাড়িতে এই বিষয় নিয়ে কোন আলোচনা তিনি করেননি। এমনকি তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য একবারও তিনি বলেননি। কিন্তু একটা সময় যখন তিনি কংগ্রেস ছিলেন, শিশির বাবুকে সেসময় তৃণমূলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার তাঁকে বিজেপিতে যোগ দেবার জন্য কোন কিছুই বলেন নি শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!