এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলের মূলোৎপাটনে বিশেষ পরিকল্পনা বিজেপির। জানুন বিস্তারিত

তৃণমূলের মূলোৎপাটনে বিশেষ পরিকল্পনা বিজেপির। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই উদ্দেশ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন রাজ্যে। সম্প্রতি রাজ্য সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর মেদিনীপুরের সভাতে ব্যাপক যোগদান পর্ব চলে বিজেপির। যার ফলে যথেষ্ট উজ্জীবিত বিজেপি শিবির। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে বিশেষ পরিকল্পনা নিলো বিজেপি।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভা আসনের জন্য একজন করে বিজেপি নেতা আসতে পারেন এ রাজ্যে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের সংখ্যা হল ২৯৪ টি। এই ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব নিতে পারেন বিজেপির ২৯৪ জন নেতা। নির্বাচনের পূর্বে বিজেপির ২৯৪ জন নেতা বিভিন্ন রাজ্য থেকে আসতে পারেন পশ্চিমবঙ্গে। এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে যে, দেশের বিভিন্ন রাজ্যের যেসব বিজেপি সাংসদ ও বিধায়ক রয়েছেন, তাদেরকেই এই নির্বাচনের দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হতে পারে। বিজেপির একেকজন সাংসদ বা বিধায়ক এরাজ্যের এক একটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন। তবে, কবে তাঁরা রাজ্যে আসবেন? তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০০ টি বিধানসভা আসনের লক্ষমাত্রা রেখেছেন। গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুরের রোডশো থেকে রাজ্য থেকে তৃণমূল শাসন উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিজেপির মূল লক্ষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন নীতি প্রয়োগ করার সম্ভাবনা বাড়ছে।
ইতিপূর্বে এই নীতি বেশ কিছু রাজ্যে বিজেপি প্রয়োগ করেছে।

তবে, বিজেপির এই পরিকল্পনা নিয়ে দোটানায় আছে বিজেপি শিবিরের একাংশ। বিজেপির কিছু সদস্য জানাচ্ছেন যে, পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্য থেকে বিজেপি নেতাদের আনা হলে, তাদের বারবার বহিরাগত বলে কটাক্ষ করবে তৃণমূল। যদিও তৃণমূলের এই কটাক্ষকে বিজেপি তেমন গুরুত্ব দেয় না। তবুও নির্বাচনের পূর্বে তৃণমূলকে বিতর্ক বাড়ানোর কোন সুযোগ দিতে চায় না বিজেপি। তাই খুব দরকার না হলে, বাইরে থেকে নেতা আনার পরিকল্পনা কার্যকর নাও হতে পারে।

আবার বিজেপির এই নীতি যে সর্বদা সফল হয়েছে, এমনটাও নয়। দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির এই নীতি একেবারে মুখ থুবড়ে পড়েছিল।
প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে, ততই একের পর এক নতুন পরিকল্পনা নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে সিংহাসন দখল দুই দলেরই মূল লক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!