এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছেন অরূপ বিশ্বাস, সেই দিক থেকে ওঁকে হারানোটা খুব জরুরি।” – তোপ বাবুল সুপ্রিয়র

“তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছেন অরূপ বিশ্বাস, সেই দিক থেকে ওঁকে হারানোটা খুব জরুরি।” – তোপ বাবুল সুপ্রিয়র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। তাঁকে প্রার্থী করায় অত্যন্ত আনন্দিত হয়েছেন বাবুল সুপ্রিয়। বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি শেষ করতে হবে। নির্বাচনের দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি। আজ সকালে নিজের কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন বাবুল সুপ্রিয়, গিয়েছিলেন কুঁদঘাট এলাকায়। সেখানে এসে তিনি একাধিক অভিযোগ করেছেন তাঁর প্রতিপক্ষ তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের প্রতি।

বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন যে, টালিগঞ্জের সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন দুই ভাই। অরূপ বিশ্বাসকে তীব্র কটাক্ষ করে তিনি জানিয়েছেন যে, তৃণমূলের নীতি নিয়ে যে সন্ত্রাস চালিয়েছেন অরূপ বিশ্বাস। সে দিক থেকে তাঁকে পরাজিত করা অত্যন্ত জরুরি। বাবুল সুপ্রিয় জানালেন, তিনি জানতে পেরেছেন দোকান থেকে শুরু করে বাড়ি ভাড়া দেওয়া, সমস্ত ক্ষেত্রেই তোলাবাজি চলে এই এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বাবুল সুপ্রিয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও কাঠগড়ায় তুলেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, একজন পুরমন্ত্রী হয়েও টালিগঞ্জের মত একটা কেন্দ্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, আজ সকালে নিজের কেন্দ্রে বিজেপি কর্মীদের নিয়ে প্রচারের কাজে অংশগ্রহণ করেছিলেন বাবুল সুপ্রিয়। তবে, আজকের এই প্রচারকে জনসংযোগ বলেই আখ্যা দিলেন তিনি। তিনি জানান, এটা তাঁর প্রচার নয়, গতকাল হঠাৎ ঠিক হয়েছে, তারপর আজ সকালে তিনি এখানে এসেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!