এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ আব্বাস সিদ্দিকীর দলের

তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ আব্বাস সিদ্দিকীর দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্দ হয়েই নতুন দল গঠন করেছেন আব্বাস সিদ্দিকী। আগামী বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছেন তিনি, তার সঙ্গেই চ্যালেঞ্জ দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা, মারধর ও তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠে এলো আব্বাস সিদ্দিকীর দলের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় এলো বিরাট পুলিশ বাহিনী। এলাকাজুড়ে পড়ে গেল তীব্র শোরগোল।

স্থানীয় সূত্রের খবর, গতকাল বারাসাত দু’নম্বর ব্লকের রোহন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রোহন্ড গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি আজগার আলির বাড়িতে হঠাৎ উপস্থিত হন আব্বাস সিদ্দিকীর দলের বেশকিছু লোক। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতার বাড়ির মহিলাদের মারধর, হেনন্থা করেছেন আব্বাস সিদ্দিকীর সমর্থকেরা। এমনকি তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর করা হয়েছে গতকাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি আজগার আলি অভিযোগ করেছেন যে, গতকাল আব্বাস সিদ্দিকীর দলের লোকেরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হঠাৎ উপস্থিত হন। বাড়ির মেয়েদের মারধর করেন তাঁরা। গতকাল এই ঘটনায় ৭ জনের নামে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে, আব্বাস সিদ্দিকীর দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল তাঁরা দিয়ারা গ্রামে দলের এক বৈঠকে যোগদান করতে যাচ্ছিলেন। সেসময় তৃণমূলের বেশকিছু কর্মী তাঁদের প্রবলভাবে বাধা দেন।

জানা গেছে, এই ঘটনার পরেই আব্বাস সিদ্দিকীর দলের লোকেরা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আজগর আলির বাড়িতে উপস্থিত হন, এ বিষয়ে অভিযোগ জানাতে। কিন্তু সেসময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর বাড়ির মহিলাদের মারধর ও হেনস্থা করা হয়। এরপর তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চলে। গতকাল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত মধ্যমগ্রাম থানার পুলিশ। শেষপর্যন্ত পুলিসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!