এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলের প্রকল্পের আদলে নতুন প্রকল্প বিজেপির, নকলনবিশ বলে কটাক্ষ তৃণমূলের

তৃণমূলের প্রকল্পের আদলে নতুন প্রকল্প বিজেপির, নকলনবিশ বলে কটাক্ষ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের যে প্রকল্পগুলি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো দিদিকে বলো প্রকল্প। জন সংযোগকে মজবুত করে তুলতে এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল। এর দ্বারা সরাসরি হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের অভিযোগ জানানো যেত। এবার ত্রিপুরাতেও এই ধরনের একটি প্রকল্প চালু করছে বিজেপি, যার নাম দেয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো। আগামী ৬ ই সেপ্টেম্বর থেকে এই প্রকল্প চালু হতে চলেছে ত্রিপুরাতে।

ত্রিপুরা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে। যার দ্বারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা যাবে। রাজ্যের যেকোনো স্থান থেকে এর দ্বারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাবে। নিজের অভিযোগ যেমন এর মাধ্যমে জানানো যাবে, তেমনি কোথাও দুর্নীতি ঘটলে, কোথাও উন্নয়ন না হলেও এই নম্বর অভিযোগ করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের ধাঁচে বিজেপির এই প্রকল্প গ্রহণ সম্পর্কে তৃণমূলের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, বিজেপি বুঝতে পারছে যে, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ও তৃণমূল আসছে। বিজেপি তাই তৃণমূলের বিভিন্ন প্রকল্পকে নকল করে বাঁচার চেষ্টা করছে। দিদিকে বলো প্রকল্পের বিপুল সাফল্য দেখে এই পথে হাঁটছে বিজেপি। ত্রিপুরাবাসীর কাছে তিনি আবেদন জানাতে চান, নকল কেন তারা নেবেন? যেটা আসল সেটাই নিন। এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। নকল নবিশ বিজেপিকে আর গ্রহণ করবে না ত্রিপুরার মানুষ।

তবে, এ প্রসঙ্গে ত্রিপুরার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানালেন যে, এর সঙ্গে দিদিকে বলো কর্মসূচির কোন সম্পর্কই নেই। রাজ্যবাসীর সামগ্রিক উন্নয়নে কোনো খামতি থাকলে, যাতে দ্রুত সমস্যা চিহ্নিত করা যায়, এ কারণেই এই উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!