এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের শহীদ দিবসের দিনেই দল ছাড়তে চলেছেন একাধিক হেভিওয়েট, বড়োসড়ো ভাঙ্গনের আশঙ্কা বিজেপিতে

তৃণমূলের শহীদ দিবসের দিনেই দল ছাড়তে চলেছেন একাধিক হেভিওয়েট, বড়োসড়ো ভাঙ্গনের আশঙ্কা বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে করোনা সংক্রমনের কারণে শহীদ দিবসে বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না তৃণমূলের। ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভার্চুয়াল সমাবেশেও অন্তত ৫০ লক্ষ কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেদিন দেশের একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে পাওয়া যাবে। কিন্তু এখানেই শেষ নয়, এবার একুশে জুলাই দিনে বড়োসড়ো ভাঙ্গন ধরতে চলেছে গেরুয়া শিবিরে। একুশে জুলাইতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, সোনারপুরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী অঞ্জনা বসু প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধারে এই তিন হেভিওয়েট সেদিন বিজেপি ছেড়ে যোগদান করতে পারেন তৃণমূলে। এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ঘাসফুল সূত্রে। যা হতে চলেছে সেদিনের বিরাট চমক। প্রসঙ্গত, ভোটের আগে বিজেপিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত প্রমুখদের। তবে, নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে তেমন একটা ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে না তাঁদের। যেকোনো সময় তাঁরা তৃণমূলে যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনা চলছে। এই পরিস্থিতিতে একুশে জুলাই এর দিনেই মুকুল রায়ের মতো তাঁরাও তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন, এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ঘাসফুল সূত্রে।

এবার ২১ সে জুলাই এর দিনে সকাল দশটার সময় সমস্ত বুথে ৫০ জন তৃণমূল কর্মী, সমর্থকদের নিয়ে পুরো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পালন করবেন শাসকদলের নেতা-নেত্রীরা। দলীয় পতাকা উত্তোলন করা হবে, শহীদ বেদীতে মাল্যদান করা হবে। এরপর দুপুর ২ টার সময়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ভার্চুয়াল ভাবে। সেসময় তৃণমূল বিধায়করা নিজের বিধানসভা এলাকায় উপস্থিত থাকবেন। কালীঘাটের কার্যালয় থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার সমস্ত বুথের শহীদ দিবস পালনের ছবি ও ভিডিও পাঠানো হবে বিধায়কদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!