এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের সমর্থন পেয়েও পুরোপুরি ব্যর্থ বিমল দাজু, বিস্মৃত পূর্ব মহিমা

তৃণমূলের সমর্থন পেয়েও পুরোপুরি ব্যর্থ বিমল দাজু, বিস্মৃত পূর্ব মহিমা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের পরেও পাহাড়ে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ হলেন বিমল দাজু। নির্বাচনে তিনি জোট বেঁধেছিলেন তৃণমূলের সঙ্গে। তৃণমূল তাঁকে পাহাড়ের তিনটি আসন ছেড়েও দিয়েছিল। তবে এরপরও পাহাড়ে পুরোপুরি ব্যর্থ হলেন বিমল গুরুং।

বেশ কয়েক বছর অজ্ঞাতবাসে থাকার পর গতবছর মহা পঞ্চমীর দিনে হঠাৎ কলকাতার রাজপথে দেখা মিলেছিল বিমল দাজুর। আকুণ্ঠ কণ্ঠে তিনি জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে সমর্থন করবেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর যথেষ্ট প্রশংসাও করেন। এরপর পাহাড়ে ফিরে আসেন তিনি। প্রাসঙ্গিক হবার চেষ্টা করেন পাহাড়ের রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, পাহাড়ে একেবারেই প্রভাব ফেলতে ব্যর্থ হলেন বিমল গুরুং। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সর্বত্রই পরাজয় ঘটলো তাঁর। এমনকি অনেক ক্ষেত্রে দ্বিতীয় স্থানেও পৌঁছাতে পারলেন না তিনি। পাহাড়ে জয়লাভে তাঁর ওপর ভরসা রেখেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। গোর্খাল্যান্ডের বিরোধী হয়েও গোর্খাল্যান্ডের দাবিদারের সঙ্গে জোট করেছিলেন তিনি। কিন্তু এর পরও কোনো ফল হলো না।

রাজ্যজুড়ে ধরাশয়ী হলেও বিধানসভা নির্বাচনে দার্জিলিংয়ের পাঁচটি আসনেই বিজেপি জোটের জয় এল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুং আগের মতো ততটা প্রাসঙ্গিক আর নন। এই ঘটনার পর তাঁর প্রভাব নিয়ে আরো প্রশ্ন উঠতে শুরু করেছে। এক সময় তিনি পাহাড়ের অঘোষিত মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, আগামী দিনে তিনি পাহাড়ের রাজনীতিতে কতটা নিজের স্থান বজায় রাখতে পারবেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!