এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের তিন প্রভাবশালী নেতার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার জন্য অনুমোদন দিল দল, শুরু শোরগোল

তৃণমূলের তিন প্রভাবশালী নেতার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার জন্য অনুমোদন দিল দল, শুরু শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় উল্লেখযোগ্য ফল লাভ করেছিল তৃণমূল। আলিপুরদুয়ার জেলার ১৮ টি আসন বিশিষ্ট জেলা পরিষদে ১৭ টি আসনে তৃণমূলের জয় এসেছিল, একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। পরবর্তীকালে অবস্থার কিছুটা পরিবর্তন ঘটে। তৃণমূলের এক সদস্যের মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে। এদিকে নির্বাচনের পূর্বে জেলার তিন হেভিওয়েট নেতা-নেত্রী, যারা আবার জেলা পরিষদের সদস্য, তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

যারা হলেন মোহন শর্মা, পদ্মা রায়, পাশাং ডিকি শেরপা। তৃণমূলত্যাগী এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করার দাবি উড়তে থাকে তৃণমূলের অন্দর থেকে। কিন্তু এই তিন সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে গেলে দলের রাজ্য নেতৃত্তের অনুমতির প্রয়োজন ছিল। তাই তৃণমূলের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্তের কাছে বিষয়টি জানিয়ে, এর অনুমতি চেয়েছিল। এবার রাজ্য নেতৃত্ব পক্ষ থেকে অনুমতি আসার পর এই তিন সদস্যের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিল জেলা তৃণমূল।

বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে আলিপুরদুয়ার জেলায় জেলা পরিষদের তিন সদস্য যারা হলেন মোহন শর্মা, পদ্মা রায়, পাশাং ডিকি শেরপা তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কালচিনিতে তৃণমূলকে হারাতে তাঁরা বিশেষ ভূমিকাও গ্রহণ করেছিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করার ব্যাপারে দাবি উঠতে থাকে তৃণমূলের নিচুতলা থেকে। বিজেপিতে যোগদানের পরও এরা কিভাবে জেলা পরিষদ সদস্য থাকেন? তা নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের জনৈক তৃনমূল সদস্য দেবজিৎ সরকার জানিয়েছিলেন, এই জেলা পরিষদে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ, রাজ্যেও রয়েছে তৃণমূল সরকার, তবে, দলত্যাগীরা জেলা পরিষদে থাকেন কি করে? জেলা পরিষদের অপর এক তৃনমূল সদস্য শেফালি নট্ট বর্মন এ প্রসঙ্গে জানিয়েছেন ,এই দলত্যাগীরা যদি জেলা পরিষদে থেকে যান, তবে দলের নিচুতলার কর্মীদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। এরপরই তৃণমূলের জেলা নেতৃত্ব এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করতে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এ কাজ করতে গেলে রাজ্য নেতৃত্বর অনুমোদনের প্রয়োজন ছিল। সম্প্রতি, দলের রাজ্য নেতৃত্তের পক্ষ থেকে এর অনুমোদন দেয়া হয়েছে। এরপরেই এদের সদস্যপদ খারিজ করার প্রস্তুতি নিতে শুরু করলো রাজ্যের শাসক দল তৃণমূল।

এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন,জেলা পরিষদের তিন সদস্য মোহন শর্মা, পদ্মা রায়, পাশাং ডিকি শেরপার সদস্যপদ খারিজ করার ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পাওয়া গেছে। আইনগত দিক খতিয়ে দেখছেন তাঁরা। তবে লকডাউন ঘোষণা হওয়ার কারণে এ বিষয়ে এখনই কিছু করা সম্ভব হচ্ছে না। আবার, এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানিয়েছেন, তাঁরা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছেন। জেলা পরিষদের এই তিন সদস্যের সদস্যপদ খারিজ করে দেওয়ার বিষয়ে তাঁরা উদ্যোগ নেবেন।

এভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া দলত্যাগী তিন প্রভাবশালী নেতা নেত্রীর বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঘটনায় তীব্র শোরগোল পরে গেছে জেলার রাজনীতি মহলে। এর পরিপ্রেক্ষিতে এই তিন সদস্য এখনো পর্যন্ত নীরব, তাঁরা কি পদক্ষেপ গ্রহন করেন? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!