এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ফিরেই বিশেষ দায়িত্ব নিয়ে তেড়েফুঁড়ে মাঠে নামছেন মুকুল, বিজেপির কি শেষের শুরু?

তৃণমূলের ফিরেই বিশেষ দায়িত্ব নিয়ে তেড়েফুঁড়ে মাঠে নামছেন মুকুল, বিজেপির কি শেষের শুরু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য বিজেপির সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। আর, তাঁর তৃণমূলে ফেরার পরেই বিজেপির ভাঙ্গন তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ৮ জন অনুগামীকে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আলিপুরদুয়ারে লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন তিনি। তাঁর তৃণমূলে যোগদান বিজেপির কাছে নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। আর, এবার মুকুল রায়কে বড়োসড়ো দায়িত্ব দিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের যে সমস্ত স্থানে তৃণমূলের সংগঠন দুর্বল রয়েছে, সেখানে সংগঠনকে মজবুত করতে ব্যবহার করা হবে মুকুল রায়কে। দলের সংগঠনকে মজবুত করে ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চলেছে তৃণমূল। প্রসঙ্গত, তৃণমূলের বিশেষ দুর্বল জায়গা বলে পরিচিত হলো উত্তরবঙ্গ। আর এবার উত্তর বঙ্গে বিজেপি শক্তিশালি গড় আলিপুরদুয়ার জেলায় যেভাবে বিজেপিতে ভাঙ্গন ধরালেন মুকুল রায়, তাতে তাঁর উপরে যথেষ্টভাবে সন্তুষ্ট দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার উত্তরবঙ্গ সহ একাধিক এলাকায় যেখানে তৃণমূলের সংগঠন দুর্বল রয়েছে, সেখানে মুকুল রায়কে ব্যবহার করে সংগঠনকে মজবুত করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল মুকুল রায় ঘোষণা করেছেন যে, বিজেপির শেষের শুরু হয়ে গেছে। এবার সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজানোর দায়িত্ব নিতে চলেছেন মুকুল রায়। তৃণমূল সূত্রের খবর, পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র বিজেপি শিবিরে ফাটল ধরাবার প্রস্তুতি নিয়েছেন মুকুল রায়।

গতকাল আলিপুরদুয়ারের বিজেপি শিবিরের ব্যাপক ভাঙ্গন ঘটিয়ে সে কাজ শুরু করেছেন তিনি। এরপর উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল, সমতল সর্বত্র এ কাজে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মুকুল রায়। আপাতত তিনি লক্ষ্য রাখছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর জেলাতে। এরপর রাজ্যের অন্যত্রও তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার কাজে ঝাঁপিয়ে পড়বেন তিনি। তবে, মুকুল রায়ের প্রত্যাবর্তন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, মুকুল রায় তৃণমূলে চলে যাওয়ায় বিজেপির রাহুমুক্তি ঘটেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!