এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে ফিরে এলেও আসন সংকটে মুকুল রায়, তৃণমূলের সঙ্গে বসা নিয়ে তীব্র সংশয়

তৃণমূলে ফিরে এলেও আসন সংকটে মুকুল রায়, তৃণমূলের সঙ্গে বসা নিয়ে তীব্র সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়, তবে আজ বাজেট অধিবেশনে দলের সঙ্গে বিধানসভায় বসতে পারবেন কিনা? তা নিয়ে রয়েছে সংশয়। আজ বাজেট অধিবেশনে বিরোধী দলের সঙ্গেই বসতে হবে মুকুল রায়কে। কারণ এখনও খাতা-কলমে বিজেপির বিধায়ক রয়েছেন তিনি। বিজেপির বিধায়ক পদ তিনি এখনো ছেড়ে দেননি।

জানা যাচ্ছে, বিজেপির বিধায়কদের সঙ্গেই আসনে বসবেন মুকুল রায়। সামনের দিকেই তাঁর জন্য আসন রাখা হয়েছে। ৪২ নম্বর আসনে বসবেন তিনি। ৪০ নম্বর আসনে বসবেন বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা। ৪১ নম্বর আসনে বসবেন মিহির গোস্বামী। আর তাঁর পাশেই বসবেন মুকুল রায়। কারণ, এখনও তিনি বিজেপির বিধায়ক পদ ছেড়ে দেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভায় পিএসি চেয়ারম্যানের পদ সাধারণত বিরোধীদের ছেড়ে দেয়া হয়। তবে, বিজেপির বিরোধিতার পরেও পাবলিক একাউন্টস কমিটির সদস্য করা হয়েছে মুকুল রায়কে। তিনিই পিএসির চেয়ারম্যানের পদ পেতে পারেন, একটা সম্ভাবনা রয়েছে। এদিকে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। চলতি মাসেই এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। এই পরিস্থিতিতে আজ বিজেপির সঙ্গে বিধানসভায় বসতে চলেছেন মুকুল রায়।

আজ, বিধানসভার ডেপুটি স্পিকারের নির্বাচন রয়েছে। ডেপুটি স্পিকারের জন্য তৃণমূলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। এই নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আশিস বন্দোপাধ্যায়ের ডেপুটি স্পিকার হওয়ার কথা।

আবার, করোনা সংক্রমননের কারণে বিধানসভার অধিবেশন কক্ষের বিন্যাসের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। দর্শক না আনবার জন্য বিধায়কদের নির্দেশ দেয়া হয়েছে। বিধায়কদের বসানো হবে গভর্নস গ্যালারিতে। সাংবাদিকদের জন্য নির্ধারণ করা স্থানেও এবার বসবেন বিধায়কেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!