এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগদান করেও কোন সমীকরণে বিজেপির কাছাকাছি রয়েছেন মুকুল রায়? জানুন বিস্তারিত

তৃণমূলে যোগদান করেও কোন সমীকরণে বিজেপির কাছাকাছি রয়েছেন মুকুল রায়? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেও বিধানসভায় বিজেপির পাশেই বসতে হতে পারে মুকুল রায়কে। কারণ বিজেপির বিধায়ক পদ এখনো ছেড়ে দেননি তিনি। গত শুক্রবার বিজেপি ও তৃণমূল পরিষদীয় দলের মধ্যবর্তী আসনে বসেছিলেন মুকুল রায়। তাঁর আসন বদল হবার সম্ভাবনা রয়েছে। বেশকিছু বিধায়কের আসন বদল হবার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম হলেন মুকুল রায়। করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে বিধানসভার আসনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে।

একারণে, ইতিপূর্বে যেখানে বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তী ও সিপিএম বিধায়ক আনিসুর রহমান বসতেন, এবার সেখানে বসতে পারেন মুকুল রায়। আবার বিজেপির পরিষদীয় দলের বিধায়করা বিধায়কেরা যেখানে বসবেন, সেখানেও বসতে পারেন তিনি। অর্থাৎ, বিজেপি ছেড়ে দিয়েও এখনো বিজেপির কাছাকাছি বসতে হতে পারে তাঁকে বিধানসভায়। গত শুক্রবার বিজেপি ও তৃণমূলের পরিষদীয় দলের মধ্যবর্তী আসনে বসেছিলেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরু হলে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখিয়েছিলেন, তবে মুকুল রায়কে বিক্ষোভ করতে দেখা যায়নি।
আবার, গত শুক্রবার মুকুল রায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করতেও দেখা যায়নি বিধানসভায় বিজেপির বিধায়কদের। বিজেপির দুই বিধায়ক মনোজ টিগ্গা ও জুয়েল মুর্মু মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, সৌজন্যের কারণে তাঁরা এটা করেছেন।

এদিকে বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। তাঁকেই পিএসির চেয়ারম্যান করা হতে পারে, এমন একটা সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আবার তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে তাঁর ওপর দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চলতি মাসেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!