এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলে যোগ দিয়ে প্রবল উচ্ছ্বসিত বিনয় তামাং, একের পর এক হুঁশিয়ারি বিজেপিকে

তৃণমূলে যোগ দিয়ে প্রবল উচ্ছ্বসিত বিনয় তামাং, একের পর এক হুঁশিয়ারি বিজেপিকে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পাহাড়ের রাজনীতিতে ঘটল বড়োসড়ো পরিবর্তন। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দিয়ে এবার তৃণমূলে যোগদান করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং। তৃণমূলে যোগদান করলেন বিধায়ক রোহিত শর্মা। তৃণমূলে যোগদান করে উচ্ছ্বসিত বিনয় তামাং। বিজেপিকে দিলেন একের পর এক হুঁশিয়ারি।

তৃণমূলে যোগদান করে বিনয় তামাং জানালেন, পাহাড়ে তিনি উন্নতি করতে চান, সবাইকে বাঁচাতে তিনি এগিয়ে যাবেন। গোর্খাল্যান্ড এর ললিপপ দেখিয়ে ভোটে ফায়দা তোলে বিজেপি। কিন্তু, তাদের কাজ হল উন্নয়ন করা। পাহাড়ে তাদের মূল বিরোধী দল হলো বিজেপি। বিজেপির সহযোগিরা তাদের প্রধান বিরোধী। তিনি জানালেন, তৃণমূলে যোগদান করে, তিনি কোনো পাপ করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন গত পনেরোই জুলাই, ১৬৪ দিন ধরে কোন দলে তিনি যোগদান করেননি। তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলের কথা হয়েছে। কলকাতা থেকে যে নির্দেশ আসবে, তার ভিত্তিতে কাজ করা হবে। পাহাড়ে তারা একত্রে থাকবেন। তৃণমূলে যোগ দেবার অনুরোধ করবেন তিনি বিমল গুরুং, রোশন গিরিকে।

তিনি জানালেন, এতদিন তিনি আঞ্চলিক দল করতেন, এবার থেকে জাতীয় দল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতবর্ষের কাছে গ্রহণযোগ্য মুখ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নেতৃত্বগুণ প্রমাণ করেছেন। এবার থেকে তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার কাজ করবেন তিনি।

আজ রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন রোহিত শর্মা ও বিনয় তামাং। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, বিজেপি বিভাজনের রাজনীতির করে থাকে, তৃণমূল তা ভেঙ্গে দেবার চেষ্টা করছে। বাইরের ইন্ধন দিয়ে বিভাজন ঘটানো হয়েছিল। সাধারন মানুষ কখনোই অশান্তি চান না। শান্তি ফেরানোর কারিগর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এই যোগদান পাহাড়ে বিভাজন রুখে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!