এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে শুভেন্দু এফেক্ট! এবার প্রাক্তন-মন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তাদের উপর কোপ পড়তে শুরু করল?

তৃণমূলে শুভেন্দু এফেক্ট! এবার প্রাক্তন-মন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তাদের উপর কোপ পড়তে শুরু করল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরের গত ৭ ই জুলাই পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে বদলি করা হয়েছিল। দায়িত্বে এসেছিলেন সুনীল কুমার যাদব। এর ৫ মাস পর বদলি করা হচ্ছে আইপিএস সুনীল কুমার যাদবকে। তাঁর স্থলে আসতে চলেছেন প্রবীণ প্রকাশ। পুলিশ সূত্র থেকে জানানো হলো যে, এই বিষয়টির পুরোটাই নিয়মমাফিক। কিন্তু রাজনৈতিক মহলের জল্পনা, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হবার কারণেই অপসারিত করা হচ্ছে সুনীল কুমার যাদবকে। গতকাল তাঁকে বদলি করার নির্দেশ এসেছে।

মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। চলছে তাঁর দল বদলের জল্পনা। তাঁর অনুগামীদের ডানা ছাটা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার ৪ ঠা ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জেলার পুলিশ সুপারকে বদলি করার কথা জানানো হলো। তাঁর পদে বসানো হচ্ছে প্রবীণ প্রকাশকে। যিনি বর্তমানে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি, নর্থ জোন পদে আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই মাত্র ৫ মাসের মধ্যে অপসারিত করা হচ্ছে সুনীল কুমার যাদবকে।

আপনার মতামত জানান -

অন্যদিকে, হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি, নর্থ জোন পদে আসতে চলেছেন শিলিগুড়ির ডাবগ্রামের কম্যান্যান্ট অফিসার (র‌্যাফ) অনুপম সিংহ। তাঁর জায়গায় যেতে চলেছেন সুনীল কুমার যাদব। তাঁকে ডাবগ্রামে কম্যান্যান্ট অফিসার (র‌্যাফ) এর পদে স্থলাভিষিক্ত করা হচ্ছে। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসে পূর্ব মেদিনীপুর জেলার সুপার পদে এসেছিলেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। এর তার ছয় মাস পর তাকে বদলি করা হয়েছিল। এসেছিলেন সুনীল কুমার যাদব। তারপর আবার বদলি করা হচ্ছে তাঁকে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ওয়েবসাইট থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, মেদিনীপুর জেলা ভাগ হয়ে যাবার পর পূর্ব মেদিনীপুরে বারবার এরকম পুলিশ সুপার বদলি হয়েছে গত ২০০৭ থেকে ২০১০ এর মধ্যে। এরপর ২০১১ সালেও একাধিক বার পুলিশ সুপার বদল করা হয়েছে। এবার চলতি বছরে বারবার পুলিশ সুপার পদে বদল দেখা যাচ্ছে। পুলিশ সূত্র থেকে বিষয়টিকে নিয়মমাফিক বলে ব্যাখ্যা করা হলেও, রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল দলের যেভাবে অস্বস্তি বাড়ছে। তাঁর অনুগামীদের যেভাবে কোণঠাসা করে দেবার প্রক্রিয়া চলছে, সেই পরিস্থিতিতে পুলিশ সুপারের বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের বদল বিষয়ে কোন বক্তব্য রাখা হয়নি এখনো পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!