এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলে টিকিট না পেয়ে সাধ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে! ভোট মিটতে না মিটতেই মোহভঙ্গ হেভিওয়েটের

তৃণমূলে টিকিট না পেয়ে সাধ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে! ভোট মিটতে না মিটতেই মোহভঙ্গ হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থাকা বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাস নির্বাচনের পূর্বে যোগদান করেছিলেন বিজেপিতে। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরও তৃণমূল প্রার্থী করেনি তাঁকে। এ কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। বিজেপি তাঁকে প্রার্থী না করলেও, দলের রাজ্য কমিটিতে স্থান দিয়েছিল তাঁকে। কিন্তু কিছু সময়ের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ ফুটবলারের। তাই দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে বিজেপি ছাড়লেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য দপ্তরে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দীপেন্দু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, নারদ কান্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করায় বিজেপির দিকে একাধিক অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, করোনা সংক্রমণকালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূলের দুই মন্ত্রী, এক বিধায়ক ও এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিজেপির প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে এ প্রসঙ্গে এখনো কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খেলার বারবার মাঠেও বারবার জার্সি বদল করতে দেখা গেছে ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। কখনো মোহনবাগানের হয়ে খেলেছেন, কখনো ইস্টবেঙ্গল, কখনো মোহামেডানের হয়ে খেলেছেন। আবার ভারতের জাতীয় ফুটবল দলেও খেলেছেন তিনি। রাজনীতির ময়দানে দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন তিনি। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি। তবে এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী না করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি।

এরপর, এবার মোহভঙ্গ হয়ে বিজেপি ত্যাগ করলেন তিনি। প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসতে না পারায় দলবদলুদের অনেকেই বিজেপি ত্যাগ করতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের পূর্বে যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের স্রোত দেখা গিয়েছিল, এখন তার উল্টো স্রোত দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না, সবটাই কমা বা সেমিকোলন। এইজন্যে যে কোন সময় দলত্যাগ, দলবদল, দলে প্রত্যাবর্তন আকছার দেখা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!