এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রিশঙ্কু পঞ্চায়েত দখলে জয়ী প্রার্থীর ছেলেকে প্রাণে মারার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ত্রিশঙ্কু পঞ্চায়েত দখলে জয়ী প্রার্থীর ছেলেকে প্রাণে মারার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে থেকেই বিরোধীদলগুলোর তরফে শাসকদল তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেও এবারে রাজ্যেরই এক পঞ্চায়েতে তৃনমূলের এক জয়ী সদস্যের ছেলেকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে নওদা  থানার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গেছে, এবারে এই পঞ্চায়েতে 20 টি আসনের মধ্যে 9 টি তৃনমূল, চারটি সিপিএম, 1 টি কংগ্রেস ,1 টি আরএসপি ও বিজেপি 5 টি আসন পায়। কিন্তু বর্তমানে গ্রামের উপপ্রধান তথা এবারে আরএসপির হয়ে জয়ী বিকাশ মন্ডল গত 15 জুন তৃনমূলে নাম লেখালে তৃনমূলের সদস্যসংখ্যা বেড়ে 10 জন হয়। এতপর্যন্ত সব ঠিকঠাক থাকলেও শনিবার পেশায় কৃষক এই বিকাশ মন্ডল নিজের দোকানে লাল কালিতে লেখা একটি হুমকি চিঠি পান।

চিঠি খুলতেই সেখানে তিনি দেখেন যে লেখা আছে, “একাদশ শ্রেনীতে পড়া ছেলেকে গাড়ির চাকায় পিষে বা ঘাড়ে পিন ফুটিয়ে মারা হবে।গাড়ি পুড়িয়ে দেওয়া হবে।” আর শেষে লেখা আছে, “বল হরি, হরি বল।” স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র আতঙ্কিত বিকাশ মন্ডলের পরিবার।

এদিন বিকাশ মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরেই রাজনীতি করি। সকলের সাথেই সুসম্পর্ক। কারা এই চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখে পুলিশকে ব্যাবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।”  এদিকে ছেলেকে মেরে ফেলার এরকম হুমকি চিঠি আসায় কান্নায়. আতঙ্কে ভেঙে পড়েছেন বিকাশবাবুর স্ত্রী জ্যোৎস্নাদেবীও। তবে এব্যাপারে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃনমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন মন্ডল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

অন্যদিকে তৃনমূলের এই অভিযোগ উড়িয়ে বিজেপির দক্ষিন মুর্শিদাবাদ জেলার সহসভাপতি শাখারভ সরকার বলেন, “বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না। এবারের পঞ্চায়েত ভোটেও ওরাই অস্ত্র এনে এলাকায় সন্ত্রাস চালিয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সর্বত্র যখন বিরোধী দল থেকে শাসকদলে যোগদান করছে সকলে। ঠিক তখনই এই ত্রিশঙ্কু পঞ্চায়েতে আরএসপির এক সদস্য শাসকদল তৃনমূলে যাওয়ার পরই তাঁর বাড়িতে এমন হুমকি চিঠি পাঠানোয় অন্য সমীকরন তৈরি হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!