এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল কংগ্রেস দল নয় একটি পারিবারিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান – মমতাকে খোঁচা সৌমিত্রর

তৃণমূল কংগ্রেস দল নয় একটি পারিবারিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান – মমতাকে খোঁচা সৌমিত্রর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের একাধিক বিধায়ক দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন। দলে থেকেও দলের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী দলের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত দলের প্রতি প্রচন্ডভাবে ক্ষুব্ধ।

দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারছেন না এই বিক্ষুব্ধরা। এই পরিস্থিতিতে বিজেপি নেতা সৌমিত্র খাঁ জানালেন যে, শাসক দল তৃণমূল কংগ্রেস কোন দল নয়, এটি একটি পারিবারিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এভাবেই তাঁর বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আজ শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে বিজেপির দলীয় পার্টি অফিসের সামনে সম্বর্ধনা জানালো বিজেপির তিন জন রাজ্য নেতাকে। বিজেপির এই তিনজন রাজ্য নেতা হলেন সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ ও শঙ্কুদেব পান্ডা। বিজেপির স্থানীয় নেতাকর্মীরা সংবর্ধনা জানালেন এই তিন হেভিওয়েটকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন থেকেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস কোন দল নয়, এটি একটি পারিবারিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান। তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে শুধু ঠকিয়েছেন। পুলিশকে দিয়ে তিনি রাজ্যে সন্ত্রাস কায়েম করছেন। তিনি আরও জানালেন যে, নন্দীগ্রাম দিয়েই মুখ্যমন্ত্রীর পতন শুরু হয়ে গেছে।

বিজেপি নেতা সায়ন্তন বসু ও সৌমিত্র খাঁ জানালেন যে, একদা যে নন্দীগ্রাম থেকে তৃণমূলের উত্থান ঘটেছিল, এবার সেখান থেকেই পতন ঘটছে তৃণমূলের। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের অন্যতম মূল ভিত্তি ছিল নন্দীগ্রাম। এখন সেই নন্দীগ্রামেই তৃণমূলের দলের প্রতি আস্থা হারিয়ে দল ছেড়ে ছেড়েছেন অনেকে। দল ছেড়ে চলে আসা তৃণমূল সদস্যরা অভিযোগ করেছেন যে, শাসক দল তৃণমূলে দুর্নীতি নিয়ে অভিযোগ জানালে, তার কোন ব্যবস্থা নেওয়া হয় না। এ কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তাঁরা দল ছেড়েছেন।

পর্যবেক্ষকেরা মনে করছেন যে, তৃণমূলের দলীয় নেতৃত্বের প্রতি তৃণমূল কর্মীদের যদি আস্থা চলে যায়, তবে তৃণমূল দলের পক্ষে তা বিশেষ ক্ষতিকর বলে বিবেচিত হবে। দেখা দেবে দলের ভাঙ্গন, বিজেপি তার জন্য লাভবান হবে। এমনিতেই আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। তৃণমূলকে মাত করতে বিশেষ উদ্যোগী বিজেপি। এই অবস্থায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিরূপ মন্তব্য করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!