এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তবে কি দলবদলই করতে চলেছেন বাবুল সুপ্রিয়? জেনে নিন সাংসদের বক্তব্য

তবে কি দলবদলই করতে চলেছেন বাবুল সুপ্রিয়? জেনে নিন সাংসদের বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মিডিয়ার স্পটলাইটে উঠে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব থেকে অপসারণের পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রাজনীতির জগত থেকে তিনি নির্বাসন নিতে পারেন, তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করতে পারেন, এমন নানা জল্পনা চলছে তাঁকে নিয়ে। এরপর টুইটারে তৃণমূল কংগ্রেস, মুকুল রায়কে ফলো করতে শুরু করেছেন তিনি। এরপর তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন তিনি সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে দুবার সাফল্য পেলেও বিধানসভা নির্বাচনে সাফল্য আসেনি বাবুল সুপ্রিয়র। এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে তাঁকে। অপসারণের পর ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আবার বাবুল সুপ্রিয়কে সমবেদনা জানাতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি তির্যক বক্তব্য রেখেছিলেন বাবুল সুপ্রিয়। যা থেকে তাঁর তৃণমূলে যোগদান করার জল্পনা শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় গণমাধ্যমকে জানিয়েছেন যে, বাবুল সুপ্রিয়র তাল কেটে গেছে। ৭ বছর মন্ত্রিত্ব থাকার পর কাউকে যদি হঠাৎ এই অবস্থায় পড়তে হয়, তখন তাঁর মানসিক অবস্থার বহিঃপ্রকাশ ঘটবেই। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে তেমন বহিঃপ্রকাশই ঘটেছে বলে শুনেছেন তিনি। তবে তিনি টুইটার, ফেসবুক দেখেননি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করেছেন কিনা? এ নিয়েও কোনো বক্তব্য রাখেন নি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

এবার এ প্রসঙ্গে ফেসবুকে বক্তব্য রেখেছেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি জানিয়েছেন যে, আকাশে নানা গুজব ভেসে বেড়াচ্ছে। অনেকেই তা শুনে তার প্রতিক্রিয়া দিতে, ট্রল করতে নোংরা গালিগালাজ করতে ছুটে এসেছেন। দয়া করে এই সবের মধ্যে তাঁকে না জড়াতে। তাঁর কাজ নিয়ে তাঁকে বিচার করতে। গুজব দিয়ে তাঁকে বিচার না করতে, আর্জি জানিয়েছেন তিনি। অর্থাৎ, তাঁর তৃণমূলে যোগদানের যে জল্পনা ভেসে আসছে, তার কিছুটা ইতি টানলেন বাবুল সুপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!