এখন পড়ছেন
হোম > অন্যান্য > একনজরে আজকের দিন – ১৩ই জুলাই – ইতিহাসের পথ ধরে ফিরে দেখা

একনজরে আজকের দিন – ১৩ই জুলাই – ইতিহাসের পথ ধরে ফিরে দেখা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

আজ ১৩ই জুলাই। একনজরে জেনে নিন ঠিক আজকের তারিখে ইতিহাসে কোথায় কী ঘটেছিল।
১. আজকের দিনে ৫৮৭ খৃষ্টপূর্বাব্দ বেবিলন জেরুজালেম দখল করেছিল। এর ফলে রাজা সলোমনের মন্দির ধ্বংস হয়েছিল।
২. আজকের দিনেই ১৮৩০ খৃষ্টাব্দে রাজা রামমোহন রায় ও আলেকজান্ডার ডাফ মিলে কলকাতায় ” দ্যা জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশান”, প্রতিষ্ঠত হয়। এটি পরবর্তী কালে ” স্কটিশ চার্চ কলেজ ” নামে পরিচিত হয়।

৩. ১৮৭৮ সালে এই দিনটিতে ” বার্লিনের চুক্তি সাক্ষরিত হয়। এর ফলে সার্বিয়া, মন্টেনেগ্রো আর রোমানিয়া অটোমান সাম্রাজ্যের অধীনতা থেকে মুক্তি লাভ করে।
৪. ২০১১ সালে এই দিনে ভারতের মুম্বাই শহরে তিনটি স্থানে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ২৬ জন নিহত হন এবং ১৩০ জন আহত হন।

৫. ২০১৩ সালে এই দিনে টাইফুন সৌলিক পূর্ব চীনের উপকুলে এবং তাইওয়ানে আছরে পড়ে, যার কারণে ৯ জন নিহত হন এবং ১৬০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হন।
৬. ২০১৬ সালে এই দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ইস্তফা দেন এবল টেরেসা মে ক্ষমতায় আসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছাড়াও এই দিনে কোন কোন মহান ব্যাক্তিত্ব জন্মগ্রহণ করেন তা এক নজরে দেখে নেওয়া যাক।

১. ১০০ খৃষ্টপূর্বাব্দে এই দিনে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, জুলিয়াস সীজার জন্মগ্রহণ করেন।
২. ১৫২৭ খৃষ্টাব্দে এই দিনে বিখ্যাত ইংরেজ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জন্মগ্রহন করেন।
৩. ১৭৯৩ সালে এই দিনে বিখ্যাত ইংরেজ কবি ও লেখক জন ক্লেয়ারের জন্ম হয়।

৪. ১৯৩৪ সালে এই দিনটিতে বিখ্যাত নোবেলজয়ী নাইজেরিয়ান কবি ও নাট্যকার ওল সোয়িংকা জন্মগ্রহণ করেন।
৫. ১৯৩৫ সালে বিখ্যাত আমেরিকান ফুটবলার ও রাজনীতিবিদ, জন কেম্প জন্ম নেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!