এখন পড়ছেন
হোম > অন্যান্য > দিল্লিতে দাশ বংশের শুরু থেকে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার — জেনে নিন আজকের দিনে কী ঘটেছিল

দিল্লিতে দাশ বংশের শুরু থেকে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার — জেনে নিন আজকের দিনে কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দিল্লিতে দাশ বংশের শুরু থেকে ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার — জেনে নিন আজকের দিনে কী ঘটেছিল

আজ ২৪শেজুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৫৩৪ সালে জ্যাক কার্টিয়ার কানাডায় পদার্পণ করেন, এবং ফরাসি উপনিবেশ বলে ঘোষণা করেন।

২. ১৭৯৩ সালে ফ্রান্সে প্রথম কপিরাইট আইন পাশ হয়।

 

৩. ১৮২৩ সালে চিলিতে দাসপ্রথার অবসান ঘটে।

৪. ১৮৮৩ সালে আরবী পাশা মিশরে পবিত্র যুদ্ধের ঘোষণা করেন।

৫. ১৯৬৫ সালে আজকের দিনে বিখ্যাত গায়ক, বব ডিলনের “রোলিং স্টোন” গানটি মুক্তি পায়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৬. ১৯১২ সালে এই দিনে ঔপনিবেশিক ড্যানিয়েল স্টিল-এর বিখ্যাত উপন্যাস, “ফ্রেন্ডস ফরএভারঃ আ নভেল” প্রকাশিত হয়।

৭. ১২০৬ সালে আজকের দিনেই দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক দিল্লির মসনদে আসীন হন।

৮. ১৯১১ সালে আজকের দিনটিতে বংশীবাদক পান্নালাল ঘোষ জন্মগ্রহণ করেন।

 

৯. ১৯৯৭ সালে আজকের দিনে বিপ্লবী অরুণা আসাফ আলিকে মরনোত্তর ভারত রত্ন দিয়ে সম্মানিত করা হয়।

১০. ২০০০ সালে আজকের দিনে এস. বিজয়লক্ষ্মী ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!