এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ৯ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ৯ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?


বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৯ই জুন, ১৬৫৯ – দারা শিকোকে ঔরঙ্গজেবের সেনাবাহিনী হস্তান্তর করে, একজন বালুচি হওয়া সত্যেও দারা শিকো তাঁর জীবন বাঁচিয়ে ছিলেন।
৯ই জুন, ১৭৫২ – ফরাসি সেনাবাহিনী ভারতের ত্রিচিনপোলিতে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে।
৯ই জুন, ১৮৩৪ – মহান লেখক ও সমাজকর্মী ড: উইলিয়াম ক্যারি পরলোক গমন করেন।
৯ই জুন, ১৯০০ – মুক্তিযোদ্ধা ও সাঁওতাল নেতা বীরসা মুন্ডা রাঁচির জেলে মৃত্যু বরণ করেন।
৯ই জুন, ১৯০৯ – বিখ্যাত গোয়েন্দা গল্প লেখক বাবুরাও আনারলাকারের জন্ম হয় ।

৯ই জুন, ১৯২৩ – এয়ার চিফ মার্শাল ইদ্রিস হাসান লতিফ, হায়দ্রাবাদের ডেক্সান-এ জন্মগ্রহণ করেন।
৯ই জুন, ১৯২৩ – বিখ্যাত সাংবাদিক, নাট্যকার ও গল্প লেখক কে. আলগীরসামি জন্মগ্রহণ করেন।
৯ই জুন, ১৯৪৮ – বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর জন্ম হয়।
৯ই জুন, ১৯৪৯ – প্রথম ভারতীয় মহিলা পুলিশ কর্মকর্তা কিরণ বেদি, পাঞ্জাবের অমৃতসরতে জন্মগ্রহণ করেন।
৯ই জুন, ১৯৬৪ – জহরলাল নেহেরুর মৃত্যু ও ইন্দো-চীন যুদ্ধের বিষয়ে দেশ যখন হতাশ, তখন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন।

৯ই জুন, ১৯৬৭ – নারায়ণ শ্রীপ্রদ রাজহনস ওরফে বাল গন্ধর্ভ বোম্বেতে কোমায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে তিনি আর তাঁর চেতনা ফিরে পাননি।
৯ই জুন, ১৯৮০ – এম এ জি রামচন্দ্রন দ্বিতীয় বারের জন্য এআইএডিএমকে মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ করেন ।
৯ই জুন, ১৯৮৬ – মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রথম এডসরোগীর মৃত্যু।
৯ই জুন, ১৯৯১ – প্রথম সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম পরীক্ষার বাতিল হয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার করনে।
৯ই জুন, ১৯৯১ – বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রাজ খোসলা, মৃত্যুবরণ করেন।

৯ই জুন, ১৯৯২ – রাজেশ খান্না কংগ্রেসের টিকিটে নতুন দিল্লি থেকে বিজেপি প্রার্থী শত্রুঘ্ন সিংহকে লোকসভা নির্বাচনে পরাজিত করেন।
৯ই জুন, ১৯৯৪ – যোগী ধীরেন্দ্র ভ্রহ্মচারী জম্মুর কাছে একটি বিমান দুর্ঘটনায় মারা যান।
৯ই জুন, ১৯৯৭ – গ্যাংটকে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পে কমপক্ষে ৫০ জন নিহত হন এবং ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
৯ই জুন, ১৯৯৮ – ছয় দিনের ঘূর্ণিঝড়ে গুজরাটে আহত হন প্রায় ১ হাজার মানুষ!
৯ই জুন, ১৯৯৮ – গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় ভয়ঙ্কর সাইক্লোনে ৮১ জনের প্রাণ যায়।

৯ই জুন, ১৯৯৯ – বাটালিক সেক্টরে ভারতীয় সেনা দুটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়।
৯ই জুন, ২০০০ – সিবিআই মনোনীত আদালত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী রাবরি দেবী ও আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বেআইনি সম্পত্তি মামলায় অভিযোগ গ্রহণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!