এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ১০ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ১০ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১০ই জুন, ১৮৩২ – ইংরেজ লেখক এডউইন আর্নল্ড জন্মগ্রহণ করেন।
১০ই জুন, ১৮৩৩ – উর্দু কবি এবং শিক্ষাবিদ আজাদ মুহাম্মদ জুসাইন জন্মগ্রহণ করেন
১০ই জুন, ১৮৯০ – ‘রবিবার’ একটি সাপ্তাহিক ছুটির দিন হিসাবে ঘোষিত হয়।
১০ই জুন, ১৯০০ – ভারতীয় সেনাপ্রধান জেনারেল জেনান্তনাথ চৌধুরী, জন্মগ্রহণ করেন।
১০ই জুন, ১৯৪২- মধ্যপ্রদেশের সাগরে ৭৭ মাউন্টেন ব্রিগেড উত্থাপিত হয়েছিল।

১০ই জুন, ১৯৪৬ – গান্ধীজী জোটের জয়কে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ এটি “মিথ্যার উপর সত্যের বিজয়” ছিল না।
১০ই জুন, ১৯৫৫ – আন্তর্জাতিক বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাডুকোন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১০ই জুন, ১৯৫৭ – মহান পাঞ্জাবী কবি, ঔপ্যানাসিক, সমাজ সংস্কারক, সঙ্গীতজ্ঞ, মানবতাবাদী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ভীর সিং পরলোক গমন করেন।
১০ই জুন, ১৯৬৬ – এমআইজি এয়ারপ্লেনে ডিজাইন করা হয়।

১০ই জুন, ১৯৮৪ – বিহারে শীর্ষ সেনা কমান্ডার নিহত! শিখ সৈন্য ডিজার্ট ইউনিট।
১০ই জুন, ১৯৮৭ – বিখ্যাত হিন্দি অভিনেতা ‘জীবন’ (ওঙ্কারনাথ ধর) মৃত্যু হয়।
১০ই জুন, ১৯৯৭ – তিন ভারতীয় – কুমারামঙ্গলম বিড়লা, রতন টাটা ও ধীরুভাই অম্বানি – এশিয়ার শীর্ষ ১০০ সুপার ধনীর তালিকায় আসেন।
১০ই জুন, ১৯৯৭ – আগরতলার কাছাকাছি থালছড়াতে সন্দেহভাজন জাতীয় লিবারেশন ফ্রন্ট ত্রিপুরা জঙ্গিদের দ্বারা ১৮ ব্যক্তি নিহত এবং ১০ আহত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!