এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ১১ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ১১ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১১ই জুন, ১৯০১ – প্রফেসর ও হিন্দি লেখক, প্রমথনাথ বিশী, জন্মগ্রহণ করেন
১১ই জুন, ১৯০৭ – গুজরাটের মেহমদাবাদে বিখ্যাত হিন্দি লেখক শান্তিলাল জীবনলাল গান্ধী জন্মগ্রহণ করেন
১১ই জুন, ১৯২১ – সমাজ সংস্কারক ও প্রবীণ রাজনীতিবিদ স্নেহলতা, উত্তর প্রদেশের মাথুরায় জন্মগ্রহণ করেন
১১ই জুন, ১৯৩১ – মহান সম্পাদক, গল্প এবং উপন্যাস লেখক, পুরুশোত্তম বিষ্ণু বিহার, জন্মগ্রহণ করেন
১১ই জুন, ১৯৬৪ – ভারতের মহান গণিতবিদ ড: জয়ন্ত নারলিকার, তাঁর থিসিস জমা দেন রয়্যাল সোসাইটি অব লন্ডনে

১১ই জুন, ১৯৭৬ – ইন্দিরা গান্ধী ও ব্রেজনেভ সিং মিত্রতা ও সহযোগিতার নীতি স্বাক্ষর করেন মস্কো ডিক্লারেশনে
১১ই জুন, ১৯৮৩ – ভারতীয় সমাজ, শিল্পী ও জাতীয়তাবাদী অগ্রণী মুক্তিযোদ্ধা তথা সমাজ সংস্কারক, ঘনশ্যাম দাস বিড়লা, লন্ডনে 8২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন
১১ই জুন, ১৯৮৪ – ৫৭৪ শিখ সেনা ‘জঙ্গি অভিযোগে’ গ্রেপ্তার হন
১১ই জুন, ১৯৯১ – কাশ্মিরের শ্রীনগরে দাঙ্গা চলাকালে 40 জন মারা যান
১১ই জুন, ১৯৯৬ – জম্মু এমপিদের মামলা দায়েরের বিষয়ে নতুন এফআইআর নিয়ে নরসিংহ রাওয়ের নাম জরিত হয়!

১১ই জুন, ১৯৯৭ – প্রধানমন্ত্রী আই কে গুজরাল দাবি করে বলেন যে, ভারতের মধ্যে বা সীমান্তে কোথাও ‘পৃথ্বী’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়নি
১১ই জুন, ১৯৯৯ – ভারত কারগিল সেক্টরে পাকিস্তানে জড়িত থাকার অপ্রচলিত টেপ প্রমাণ সরবরাহ করে, ভারতীয় সেনাবাহিনী বাতালিক ও দ্রাস সেক্টরে ২৩ জন অনুপ্রবেশকারীকে হত্যা করে, কিন্তু ১৫ জন সেনাকে হারাতে হয়
১১ই জুন, ২০০০ – রাজেশ পাইলট, কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দৌসায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান
১১ই জুন, ২০০০ – জম্মু থেকে ৮০ কিলোমিটার দূরে একটি বাস দুর্ঘটনায় ২৭ সেনা জওয়ান মারা যান

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!