এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফিরে দেখা অতীত – ১৮ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?

ফিরে দেখা অতীত – ১৮ ই জুন – কি ঘটেছিল আজকের দিনে ইতিহাসের পাতায়?


বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১৮ই জুন, ১৬৩৩- কঙ্কানি ভাষা এবং জেজতে প্রেস্টের অভিধান নির্মাতা রেভাইয়ুর দিগুর মৃত্যু হয়।
১৮ই জুন, ১৬৫৮ – আওরঙ্গজেব আগ্রার দুর্গ দখল করেন এবং পরে তার পিতা সম্রাট শাহজাহানকে গ্রেপ্তার করেন।
১৮ই জুন, ১৮৫৮ – ঝাসির রানী লক্ষ্মী বাই গোয়ালিয়রের কাছাকাছি যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধে মৃত্যু বরণ করেন।
১৮ই জুন, ১৮৮৭ – স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, নেতা ও ভারতের প্রাক্তন মন্ত্রী ড: অনুগ নারাইন সিং জন্মগ্রহণ করেন, বিহারের গয়া জেলার পোইয়াভান গ্রামে।
১৮ই জুন, ১৮৯৬ – কোটা রামস্বামী, ক্রিকেটার ও টেনিস প্লেয়ার, (ভারত ডেভিস কাপ ১৯২২, টেস্ট ১৯৩৬), মাদ্রাজে জন্মগ্রহণ করেন।

১৮ই জুন, ১৯০১- রামচন্দ্র ভিখাজী গানজিকার, মারাঠী ঔপ্যানাসিক ও সম্পাদক, মৃত্যুবরণ করেন ।
১৮ই জুন, ১৯১৭ – লক্ষ্মণসিংহ গিল, বিখ্যাত রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী, জন্মগ্রহণ করেন।
১৮ই জুন, ১৯১৮ – মালায়ালম ভাষার বিখ্যাত কবি, সমালোচক এবং ব্যাকরণবিদ কে আর রাজরাজ ভর্মা মৃত্যুবরণ করেন।
১৮ই জুন, ১৯২৬ – ভীষ্ম সিং চৌহান, মহান লেখক, জন্ম গ্রহন করেন নাগালজুলায় (ইউ.পি)
১৮ই জুন, ১৯৪০ – ফরোয়ার্ড ব্লক পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৮ই জুন, ১৯৪৩ – ব্রিটিশ ফিল্ড মার্শাল আর্কাইভাল্ড ওয়েভেল ভারতের ভাইসরয় হন।
১৮ই জুন, ১৯৪৬ – পর্তুগিজদের কাছ থেকে গোয়া মুক্তির জন্য প্রথম সত্যগ্রাহ আন্দোলন শুরু হয়েছিল।
১৮ই জুন, ১৯৫৬ – নতুন হিন্দু উত্তরাধিকার আইন পাস হয়।
১৮ই জুন, ১৯৭৪ – গোবিন্দদাস শেঠ, হিন্দি সাহিত্যিক ও রাজনীতিবিদ-এর মৃত্যু হয়।
১৮ই জুন, ১৯৭৮ – কারাকোরাম মহাসড়কটি চীনের সিঙ্কিয়াং-এর সাথে পাকিস্তান-দখলকৃত কাশ্মীরে গিলগিটকে যুক্ত করে, খোলা হয়।

১৮ই জুন, ১৯৭৯ – ক্রিকেট বিশ্বকাপে ৪৭ রানে শ্রীলংকা ভারতকে হারিয়ে ছিল!
১৮ই জুন, ১৯৮৯ – ভারত ও পাকিস্তান সিয়াচেন হিমবাহ এলাকায় তাদের বাহিনী পুনর্নির্মাণের মাধ্যমে পাঁচ বছরের পুরনো সংঘর্ষ শেষ করার সিদ্ধান্ত নেয়।
১৮ই জুন, ১৯৯২ – কংগ্রেস রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে শংকর দয়াল শর্মা কে নির্বাচন করে।
১৮ই জুন, ১৯৯৩ – দলের সভাপতি হিসাবে পদত্যাগ করলেন বিজেপি নেতা এল কে আদভানি!
১৮ই জুন, ১৯৯৩ – বেঙ্গালুরুতে বিজেপির ১৪ তম জাতীয় কাউন্সিল হিন্দুত্বের শপথ করে

১৮ই জুন, ১৯৯৫ – উত্তর ভারতের সবচেয়ে উষ্ণ আবহাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়।
১৮ই জুন, ১৯৯৬ – ইউআরএল স্কোয়াডে নরসিংহ রাওয়ের আত্মীয় সঞ্জীব রাও ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পুত্র যাদবকে গ্রেপ্তার করে সিবিআই।
১৮ই জুন, ১৯৯৭ – প্রকাশ পাডুকোন আইবিসি চালু করেন!
১৮ই জুন, ২০০০ – কে এন বেনামোল পিটি ঊষার রেকর্ড ভেঙে দেন, ইউক্রেনের কিয়েভে আন্তর্জাতিক পর্যায়ে ৪০০ মিটারে ৫১.২১ সেকেন্ডের নতুন রেকর্ড করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!