আসুন, জেনে নিই ১৪ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে অন্যান্য আজকের দিনে September 14, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৪ই সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা — ১. ১৮০৩ সালে আজকের দিনে লর্ড লেক দিল্লী দখল করেন। ২. ১৮৬৮ সালে আজকের দিনে স্বামী বিরজানন্দ দেহত্যাগ করেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ৩. ১৯৪৯ সালে আজকের দিনে হিন্দি ভাষা ভারতের সরকারি ভাষা হিসেবে গৃহিত হওয়ার কারণে এই দিনটিকে হিন্দি দিবস রূপে পালন করা হয়। ৪. ১৯৩৯ সালে আজকের দিনে পৃথিবীর প্রথম হেলিকপ্টার আকাশে ওড়ে। ৫. ১৯৬০ সালে আজকের দিনেই পাঁচটি দেশ নিয়ে “ওপেক” গঠিত হয়। ৬. ১৯৫৯ সালে আজকের দিনে পৃথিবীর প্রথম মানবনির্মিত বস্তু (লুনা-২)চাঁদের পৃষ্ঠে পদার্পণ করে। ৭. ১৯৯৮ সালে আজকের দিনে মাইক্রোসফট বিশ্বের সর্ববৃহৎ কম্পানি রূপে স্বীকৃতি লাভ করে। ৮. ১৮৪৭ সালে আজকের দিনে আমেরিকা মেক্সিকোকে দখল করে নেয়। ৯. ১৩২১ সালে আজকের দিনে বিখ্যাত ইতালির কবি দান্তের জীবনাবসান হয়। ১০. ১৮৪৯ সালে আজকের দিনে বিখ্যাত ফিজিওলজিস্ট ইভান প্যাভলভ জন্মগ্রহণ করেন। আপনার মতামত জানান -