এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের দিনে >   ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি থেকে শুরু করে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি, আজকের দিনে কী কী ঘটেছিল

  ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি থেকে শুরু করে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি, আজকের দিনে কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ ২৫শে জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ২০০৭ সালে আজকের দিনে ভারতবর্ষ তার প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রতিভা পাতিলকে পেয়েছিলেন।

 

২. ১৯৮৪ সালে স্ভেতলানা সাভিস্কায়া প্রথম মহিলা হিসেবে মহাকাশে হাঁটলেন।

৩. ১৯৭৮ সালে আজকের দিনেই পৃথিবীতে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়।

৪. ১৯৫৬ সালে এই দিনে তিউনিসিয়া ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৮৩৪ খৃষ্টাব্দে আজকের দিনে বিখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল টেলর কোলেরিজ পরলোকগমন করেন।

৬. ১৯৫৮ সালে আজকের দিনটিতে বম্বে
আইআইটি স্থাপিত হয়।

৭. ১৯৪৩ সালে আজকের দিনে ইতালির প্রেমিয়ার বেনিত্তো মুসোলিনীকে পদ থেকে বহিষ্কার করা হয় এবং রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলের নির্দেশে গ্রেফতার করা হয়।

 

৮. ২০১৭ সালে আজকের দিনে রামনাথ কোবিন্দ ভারতে চতুর্দশতম রাষ্ট্রপতি রূপে আসীন হন।

৯. ১৮১৪ সালে আজকের দিনে ইংরেজ ইঞ্জিনিয়র জর্জ স্টফেনসন পৃথিবীকে প্রথম বার স্টিম লোকমোটিভ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

১০. ১৮৩৭ সালে আজকের দিনে ইলেক্ট্রিকাল টেলিগ্রাফকে প্রথম ব্যাবহার করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!