এখন পড়ছেন
হোম > অন্যান্য > কি বলছে আজকের রাজ্য এবং দেশের আজকের করোনা রিপোর্ট? দেখে নিন একনজরে

কি বলছে আজকের রাজ্য এবং দেশের আজকের করোনা রিপোর্ট? দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্রিটেন ফেরত বিমান যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। তবে আমাদের দেশের করোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছু কমেছে। নতুন বছরের শুরুতেই অক্সফোর্ড -অস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেক ভ্যাকসিন পেল অনুমোদন। আসুন দেখেনি কেমন রয়েছে কোরোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায়।

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৩৪৬ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা বেড়েছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮০৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৮৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২২ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২,২৮,০৮৩।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৩৭,৫৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের তরফে। রাজ্যগুলির মধ্যে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৬৩৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ৪৩৮২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘণ্টায়, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১২। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫৭,২৫২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১২৭১ জন। নতুন করে ২২ জন প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৮৬৮ জন। ৫ দিন টানা রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ এর নিচে রয়েছে। রাজ্যের সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৬৪%। গত ২৪ ঘণ্টায় ৩৪,১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের বুলেটিনে। রাজ্যে দৈনিক সংক্রমণ এর দিক থেকে শীর্ষে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনার।

এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম, সেখানে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ২৪৩ জন। বাকি সমস্ত জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৫০ এর কম। সক্রিয় করোনা আক্রান্ত এর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতার নাম। গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনার দুই জেলায় ৬ জন করে মারা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!