রাজ্যে এবং দেশে আজকের করোনা আক্রান্তের রিপোর্ট কি বলছে, দেখে নিন একনজরে অন্যান্য জাতীয় শরীর-স্বাস্থ্য December 30, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বর্তমান সময়ে। তার সাথেই রয়েছে কোরোনার নতুন স্ট্রেনের আতঙ্ক। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার করোনা ভাইরাস। তবে আমাদের দেশের কোরোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। আসুন দেখেনি কেমন রয়েছে কোরোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায়। দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছে ২০৫৪৯ জন, কালকের তুলনায় সংখ্যাটা ৪০০০ এর বেশি বৃদ্ধি পেয়েছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬৪৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৬৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিদ রোগীর সংখ্যা ২,৬২,২৭২। গত ২৪ ঘণ্টায় মোট ১১,২০,২৮১ সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্য গুলির মধ্যে দৈনিক কোরোনা সংক্রমণের দিকে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৫৮৮৭ জন কোরোনা আক্রান্ত হয়েছে, এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ৩০১৮ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - গত ২৪ ঘণ্টায়, এই রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ১২৪৪ জন, যা গতকালের তুলনায় ২১৬ বেশি। মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৯৭১৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোরোনা মুক্ত হয়েছেন ১৫৮৭ জন। নতুন করে ৩০ জন প্রাণ হারিয়েছেন কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১২৭৮৮ জন। রাজ্যের সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯২%। গত ২৪ ঘণ্টায় ৩৭২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের বুলেটিনে। রাজ্যে দৈনিক সংক্রমণ এর দিক থেকে এখনও শীর্ষে আছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে এই জেলায়। এর পরেই রয়েছে কলকাতার নাম, সেখানে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ২৭০ জন। বাকি সমস্ত জেলায় দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ১০০ এর কম। সক্রিয় কোরোনা আক্রান্ত এর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতার নাম। দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার নাম, সেখানে গত ২৪ ঘণ্টায় ৯ জন প্রাণ হারিয়েছেন। আপনার মতামত জানান -