এখন পড়ছেন
হোম > অন্যান্য > ০৭-অগাস্ট -২০২০ – রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন থেকে শুরু করে ম্যাকবেথ নাটকের প্রথম প্রদর্শন

০৭-অগাস্ট -২০২০ – রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন থেকে শুরু করে ম্যাকবেথ নাটকের প্রথম প্রদর্শন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৭ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৯৪১ সালে আজকের দিনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেছিলেন।

২. ১৮৭১ সালে আজকের দিনেই বিখ্যাত চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন।

 

৩. ১৯০৫ সালে আজকের দিনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস বৃটিশ দ্রব্য বয়কটের ঘোষণা করে।

৪. ১৯৮৫ সালে আজকের দিনে গীত শেঠি তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ার্ল্ডস আর্মেচার বিলিয়ার্ড চ্যাম্পিয়ান হন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৫. ৩২২ খৃষ্টপূর্বাব্দ মহান গ্রীক সম্রাট আলেকজান্ডারের মৃত্যু হয়।

৬. ১৬০৬ সালে আজকের দিনটিতে শেক্সপীয়ারের বিখ্যাত ট্র্যাজেডি “ম্যাকবেথ”-এর প্রথম প্রদর্শন হয় হ্যম্পটন প্রাসাদের গ্রেট হলে।

৭. ১৯১৪ সালে আজকের দিনে রাশিয়া পূর্ব প্রাশিয়া দখল করে।

 

৮. ১৯৩৩ সালে আজকের দিনে ইরাক সরকার ৩০০০ আসিরীয় জনগনকে হত্যা করে।

৯. ১৯৭১ সালে আজকের দিনে অ্যাপেলো ১১ পৃথিবীতে প্রত্যাবর্তন করে।

১০. ১৯৯৪ সালে আজকের দিনে ইজরায়েল এবং জোরডানের মধ্যে প্রথম টেলিফোন যোগাযোগ স্থাপন হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!