এখন পড়ছেন
হোম > অন্যান্য > দারা সুকোকে হত্যা থেকে শুরু করে জাপানের আত্মসমর্পণ-আজকের দিনে কবে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

দারা সুকোকে হত্যা থেকে শুরু করে জাপানের আত্মসমর্পণ-আজকের দিনে কবে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১০ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

 

১. ১৯৪২ সালে আজকের দিনে গান্ধীজী ভারত ছাড়ো আন্দোলনের জন্যে গান্ধজীকে গ্রেফতার করা হয় ।

২. ১৯৬৩ সালে আজকের দিনে বিখ্যাত ডাকাত ফুলন দেবীর জন্ম হয়।

 

৩. ১৮৯৪ সালের আজকের দিনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরির জন্ম হয়।

৪. ১৬৫৯ সালে আজকের দিনেই ঔরঙ্গজেব তার দাদা দাদা সুকোকে হত্যা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৮৭৯ সালে আজকের দিনে ইংল্যান্ডে রয়াল অটোমোবাইল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

৬. ১৯৪৫ সালে আজকের দিনে প্রথম বিশ্ব যুদ্ধে জাপান আত্মসমর্পণ করে।

 

৭. ১৯৭৯ সালে আজকের দিনে মাইকেল জ্যাকশানের “অফ দ্যা অ্যালবাম” মুক্তি পায়।

৮. ১৯৯০ সালে নাসার ম্যাগেলান আকাশযান শুক্র গ্রহে পৌঁছায়।

 

৯. ২০১৩ সালে এই দিনে ইন্দোনেশিয়ার পালুয়ায় আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত হয়।

১০. ২০১৩ সালে এই দিনে রাশিয়ার মস্কোতে ১৪তম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!