এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্ষুদিরামের ফাঁশি থেকে শুরু করে এমিলি জোলা নিয়ে মুভি – আজকের দিনে কবে কী কী ঘটেছিল

ক্ষুদিরামের ফাঁশি থেকে শুরু করে এমিলি জোলা নিয়ে মুভি – আজকের দিনে কবে কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১১ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৯৬১ সালে আজকের দিনে ওলন্দাজ অধীনস্থ স্থান দাদরা এবং নগর হাবেলি ভারতের সঙ্গে সম্মিলিত হয় ইউনিয়ন টেরিটোরি হিসেবে।

 

২. ১৯৬০ সালে আজকের দিনে আফ্রিকার একটি দেশ চাঁদ স্বাধীনতা লাভ করে।

৩. ১৩৪৭ সালে আজকের দিনে আলাউদ্দিন হাসান গাঙ্গু সিংহাসন লাভ করে বাহমনি বংশের সূচনা করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৪. ১৯০৮ সালে আজকের দিনটিতে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁশি হয়।

৫. ১৯১৪ সালে আজকের দিনে মেটারনিকের দ্বারা ইহুদিরা পোল্যান্ড থেকে বিতাড়িত হয়।

৬. ১৯১৪ সালে আজকের দিনে জার্মানিতে ওয়েইমার রিপাবলিকের সূচনা হয়।

 

৭. ১৯৩৭ সালে আজকের দিনে “লাইফ অফ এমিলি জোলা” মুভিটি মুক্তি পায়।

৮. ১৯২৯ সালে আজকের দিনে রাশিয়া এবং চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়।

৯. ১৯৭৬ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বর্ণবিদ্বেষের কারণে ভয়াবহ দাঙ্গা শুরু হয়।

১০. ১৯৮০ সালে আজকের দিনে মহম্মদ আলি রাজদাই ইরানের রাষ্ট্রপ্রধান রূপে ক্ষমতায় আসেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!