এখন পড়ছেন
হোম > অন্যান্য > ১৩ই আগস্ট- বার্লিন প্রাচীর নির্মাণ থেকে শুরু করে ফিদেল কাস্ত্রোর জন্মদিন – আজকের দিনে কবে কী কী ঘটেছিল

১৩ই আগস্ট- বার্লিন প্রাচীর নির্মাণ থেকে শুরু করে ফিদেল কাস্ত্রোর জন্মদিন – আজকের দিনে কবে কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৩ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৭৮৪ সালে আজকের দিনে ইংরেজ সংসদ ভারতে শাসন ব্যবস্থার উন্নতির জন্য পিটস্ ইন্ডিয়া বিল ফলপ্রসূ করে।

 

২. ১৯৫১ সালে আজকের দিনে ভারতের প্রথম ডিজাইন ও নির্মাণ করা উড়োজাহাজ হিন্দুস্তান ট্রেইনার-২ প্রথম আকাশে ওড়ে।

৩. ১৯৫৬ সালে আজকের দিনে ভারতের লোক সভা জাতীয় হাইওয়ে বিল পাশ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৪. ১৯৬১ সালে আজকের দিনটিতে পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়। বার্লিন প্রাচীর নির্মাণের এটি প্রথম পদক্ষেপ।

৫. ১৮৯৯ সালে আজকের দিনে বিখ্যাত রহস্যকাহিনীর লেখক ও চলচিত্রনির্মাতা অ্যালফ্রেড হিচকক জন্মগ্রহণ করেন।

৬. ১৯২৬ সালে আজকের দিনে কিউবায় বিখ্যাত কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ট্রো জন্মগ্রহণ করেন।

 

৭. ১৮৮৮ সালে আজকের দিনে প্রথম টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ারড জন্মগ্রহন করেন।

৮. ১৯১০ সালে আজকের দিনে বিখ্যাত বৃটিশ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রয়াত হন।

৯. ১৯৪৬ সালে আজকের দিনে বিখ্যাত সাহিত্যিক এইচ.জি. ওয়েলস প্রয়াত হন।

১০. ১৮৪৬ সালে আজকের দিনে আমেরিকার লস অ্যাঞ্জেলসে প্রথম বারের জন্য আমেরিকার জাতীয় পতাকা উত্তলিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!