এখন পড়ছেন
হোম > অন্যান্য > লন্ডনের ক্যামব্রীজ থিয়েটার থেকে শুরু করে রাজস্থানের রূপ কানওয়ার- আজকের দিনে আর কী কী ঘটেছিল

লন্ডনের ক্যামব্রীজ থিয়েটার থেকে শুরু করে রাজস্থানের রূপ কানওয়ার- আজকের দিনে আর কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৪ঠা সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৪৯২ সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

২. ১৮৮২ সালে আজকের দিনে মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিস্কার করেন।

 

৩. ১৮৮৫ সালে আজকের দিনে নিউইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

৪. ১৮৮৮ সালে আজকের দিনে জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্মের প্যাটেন্ট লাভ করেন।

৫. ১৯০৪ সালে আজকের দিনে ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৬. ১৯১১ সালে আজকের দিনে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

৭. ১৯৩০ সালে আজকের দিনে লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।

৮. ১৮২৫ সালে আজকের দিনে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি জন্মগ্রহণ করেন।

 

৯. ১৮৬৬ সালে আজকের দিনে হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১০. ১৯৮৭ সালে আজকের দিনে রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!