এখন পড়ছেন
হোম > অন্যান্য > ইতিহাসের অলিন্দে চোখ রেখে আজকের দিনে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

ইতিহাসের অলিন্দে চোখ রেখে আজকের দিনে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৫ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৭৭৫ সালে আজকের দিনে কলকাতায় মহারাজা নন্দকুমারের ফাঁশি হয়।

২. ১৯৭৪ সালে আজকের দিনেই বিখ্যাত বলিউড অভিনেত্রী কাজলের জন্ম হয়।

 

৩. ১৯৯১ সালে আজকের দিনটিতে লাইলা শেঠ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোনো রাজ্যের হাইকোর্টে প্রধান বিচারপতির আসন গ্রহণ করেন।

৪. ১৬৬৪ সালে আজকের দিনে ডাচেরা তাদের নিউ আর্মস্টারডামের ওপর যাবতীয় আধিপত্য ইংরেজদের কাছে হস্তান্তরিত করে। সেই থেকে নিউ আর্মস্টারডামের নাম পরিবর্তিত হয়ে নিউইয়র্ক হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৭৬২ সালে আজকের দিনে রাশিয়া, প্রাশিয়া আর অস্ট্রিয়া মিলে চুক্তি করে পোল্যান্ডকে খন্ডিত করতে সহমত হয়।

৬. ১৮৫০ সালে আজকের দিনে বিখ্যাত ফরাসী ছোটগল্পকার গাই ডি মঁপাশাঁর জন্ম হয়।

৭. ১৮৯৫ সালে আজকের দিনে কার্ল মার্ক্সের বন্ধু ও সহচিন্তক ফ্রেডরিক অ্যাঙ্গেলস পরলোক গমন করেন।

 

৮. ১৯৩০ সালে আজকের দিনে চন্দ্রে পদার্পণ করা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং-এর জন্ম হয়।

৯. ১৯৬২ সালে আজকের দিনে হলিউডের বিখ্যাত স্টার মেরিলিন মনরোকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

১০. ১৯৪৪ সালে আজকের দিনে পোল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীরা জার্মানীর হাত থেকে ওয়ার্শ’কে মুক্ত করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!