এখন পড়ছেন
হোম > অন্যান্য > পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যে জাঁকিয়ে শীত! কিন্তু কতদিন থাকবে? কি বলছে আজ আবহাওয়ার খবর, জেনে নিন একনজরে

পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যে জাঁকিয়ে শীত! কিন্তু কতদিন থাকবে? কি বলছে আজ আবহাওয়ার খবর, জেনে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কনকনে ঠান্ডায় বর্ষবরণ হলেও কিছুদিন আগে পর্যন্ত তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। সেখানে আর কতদিন এই পরিস্থিতি থাকবে, সেই প্রশ্নই ছিল বঙ্গবাসির মনে। তবে কিছুদিন থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে বঙ্গে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে। সেখানে কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই দেখা গেছে। আজও ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কালকের থেকে আজ সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

যদিও বেলার দিকে তাপমাত্রা আপাতত বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী আরো কয়েকদিনে তাপমাত্রার পারদ অনেকখানি কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে অন্যদিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৯৯% থেকে ৪৪% থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। সেখানে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছেন সেখানকার মানুষজন। সেইসঙ্গে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গতেও মাঝারি ধরনের কুয়াশা থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবেশি হবে বলে জানানো হয়েছে। সকাল ৬:১৮ মিনিটে সূর্যোদয় এবং ৫:১৩ মিনিটে সূর্যাস্ত। এছাড়া জোয়ার সকল ৮:৩৪ মিনিট এবং সন্ধ্যে ৮:৪৫ মিনিটে। এবং ভাঁটা বেলা ১২:১৪ মিনিট এবং রাত ১২:৪৯ মিনিটে।

যদিও পৌষ সংক্রান্তির আগে রাজ্যের উষ্ণতা অনেকটাই বেড়েছিল। সেক্ষেত্রে এমনটা হওয়ার কারণ নিয়ে বলতে দিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বিশেষত পশ্চিমী ঝঞ্জার প্রভাবে এমনটা হচ্ছে। সেইসঙ্গে আবহাওয়াবিদদের কথায়, বস্তুত, হিমালয়ের উত্তরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা কম হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের পূবালী হওয়ার কারণেও বঙ্গে শীত বাঁধা হয়ে দাঁড়াতে পারে। তবে পৌষ সংক্রান্তি উপলক্ষে সেই বাঁধা দূর হয়েছে। রাজ্যে আবার শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!