এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তফসিলি ও মতুয়া ভোট ফিরিয়ে বিজেপিকে উড়িয়ে দিতে মমতার ছক তৈরী, নতুন করে কোমর বাঁধছে তৃণমূল!

তফসিলি ও মতুয়া ভোট ফিরিয়ে বিজেপিকে উড়িয়ে দিতে মমতার ছক তৈরী, নতুন করে কোমর বাঁধছে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে তৎপর হয়েছে বাংলার রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন প্রতিপক্ষ বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাক করে বসে আছে, ঠিক সেভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল 2021 এর বিধানসভা নির্বাচন আবারও জিততে মরিয়া। এই অবস্থায় একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, একুশের বিধানসভার মসনদে আবার ফিরে আসতে চলেছে তৃণমূল।

সেই সূত্রেই সম্প্রতি তৃণমূল শিবিরে ব্যাপক সাংগঠনিক রদবদল ঘটে। তবে এতদিন পর্যন্ত তৃণমূলের ভোট ব্যাংকের একটা বিশাল অংশ ছিল মতুয়াদের এবং তপশিলি উপজাতিদের ভোট। কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনে দেখা যায় তৃণমূলের এই ভোটব্যাংকে ব্যাপক ফাটল ধরিয়েছে গেরুয়া শিবির। আর তাই এবার একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই ফাটল মেরামত করতে তৎপর হয়েছে তৃণমূল শিবির। আর তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে রানাঘাট এবং কল্যাণীর বিস্তীর্ণ এলাকার মতুয়া ভোট ফিরিয়ে আনার জন্য রাজ্যসভার সদস্য আবিররঞ্জন বিশ্বাসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

জানা গিয়েছে সদ্য তৈরি হওয়া তৃণমূলের জেলা কমিটিতে আবির রঞ্জন বিশ্বাস রাণাঘাট ও কল্যাণী শহরসহ পাঁচটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন। আগে কৃষ্ণগঞ্জ এর প্রয়াত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস মতুয়াদের ব্যাপারটি দেখাশোনা করতেন। কিন্তু তিনি মারা যাবার পর যথারীতি মতুয়াদের ভোট নিজেদের দিকে নিয়ে যেতে সমর্থ হয় গেরুয়া শিবির। ফলস্বরূপ উপনির্বাচনের কৃষ্ণগঞ্জ কেন্দ্রে হেরে যায় তৃণমূল।

এদিকে মতুয়া ভোটে ভাঙন লাগার ফলে 2019 এর লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রের কল্যাণী, হরিণঘাটা বিধানসভাতেও ব্যাপক হার হয় তৃণমূল কংগ্রেসের। আর তাই এবার জমি ফেরত পেতে এবং মতুয়া ও তপশিলি অধিবাসীদের ভোটব্যাঙ্ক নিজেদের দখলে নিতে আপাতত কো-অর্ডিনেটর আবির রঞ্জন বিশ্বাসকে সামনে রেখেই তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাণাঘাট এবং কল্যাণীর একটা বড় অংশ মতুয়া প্রভাবিত। অন্যদিকে রানাঘাট উত্তর, পশ্চিম, রানাঘাট দক্ষিণ এবং চাকদা এই তিনটি বিধানসভা রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে মতুয়াদের ভোট নিজেদের দখলে আনতে পেরে গত লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো ফল করে এই লোকসভা কেন্দ্রে। অন্যদিকে কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে। সেখানেও মতুয়া ভোটের কারণে কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করে বিজেপি। এই অবস্থায় মতুয়াদের ভোট নিয়ে এই মুহূর্তে দড়ি টানাটানি চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে।

অন্যদিকে আবির রঞ্জন বিশ্বাস রাজ্যসভার সদস্য হলেও এতদিন পর্যন্ত জেলার কোন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায়নি তাঁকে। কিন্তু তৃণমূল রাজ্য নেতৃত্ব যে গুরু দায়িত্ব তাঁর ওপর দিয়েছেন তা কতদূর তিনি সফল করতে পারবেন, সে ব্যাপারেও প্রশ্ন উঠছে তৃণমূল দলের অন্দরেই। ইতিমধ্যেই যদিও আবির রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, উক্ত 5 টি বিধানসভা কেন্দ্রে শুধু মতুয়ারাই নয়, সাধারণ মানুষও কিছু কারণে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তাই এবার জনসংযোগের মাধ্যমে প্রত্যেককে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আপাতত বোঝাই যাচ্ছে, বিধানসভা নির্বাচনে জিততে গেলে রাজ্যের মতুয়া শিবির এবং তপশিলি শিবিরের ওপর ব্যাপকভাবে নির্ভর করে রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। সে জায়গায় কো-অর্ডিনেটর আবির রঞ্জন বিশ্বাস এর কাছে এই মুহূর্তে কড়া চ্যালেঞ্জ তৃণমূলের পক্ষে আবার মতুয়া এবং তপশিলি জনজাতিদের ভোট ফিরিয়ে আনা। তবে সে কাজ তিনি কতটা দক্ষতার সাথে করবেন, সে দিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!