এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৈরী বিজেপির বাংলা বিজয়ের নীল নকশা? অপেক্ষা শুধু সঠিক সময়ে সঠিক প্রয়োগ নীতির? বাড়ছে জল্পনা

তৈরী বিজেপির বাংলা বিজয়ের নীল নকশা? অপেক্ষা শুধু সঠিক সময়ে সঠিক প্রয়োগ নীতির? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পরই বাংলার প্রতি প্রবলভাবে গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ থেকে শুরু করে সর্বভারতীয় বিজেপি নেতারা এখন বাংলায় ঘাঁটি গাড়তে শুরু করেছেন। রাজ্যের জ্বলন্ত সব ইস্যু নিয়ে এখন তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোই সবথেকে বড় কাজ ভারতীয় জনতা পার্টির কাছে।

আইন-শৃঙ্খলা থেকে শুরু করে নানা অর্থনৈতিক কেলেঙ্কারি, গরু পাচার সহ একাধিক ইস্যুতে এখন তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন বিজেপি নেতারা। এক কথায় বলতে গেলে আগামীদিনে বাংলা জয়ের বিজেপির ব্লুপ্রিন্ট কার্যত তৈরি। এক্ষেত্রে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপরই বিজেপি আরও বেশি করে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে উদ্যত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “বাংলা বোমা বন্দুকের কারখানা হয়ে গিয়েছে। বাইরে থেকে বিস্ফোরক আসছে। ওই ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে। রাজ্য সরকার বাংলায় শুধুমাত্র বিজেপিকে আটকাতে ব্যস্ত।”

একাংশ বলছেন, আইন-শৃংখলার কথা তুলে ধরে অতীতে বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনেকটাই সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবার সেই একই পথে হেটে রাজ্যের নানা ইস্যুকে সামনে এনে সেই আইন-শৃঙ্খলার দিকে প্রশ্নচিহ্ন ছেড়ে দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

অনেকে বলছেন, বাংলার বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো ইস্যুকে অতি সহজে হাতছাড়া করতে চাইছে না। প্রায় প্রতিটি ইস্যু ধরে ধরে লাগাতারভাবে তৃণমূলকে আক্রমণ করছে তারা। এক্ষেত্রে সম্প্রতি সর্বভারতীয় পাঁচ বিজেপি নেতা বাংলার পাঁচটি জোনের দায়িত্ব নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাদের পরিকল্পনা মোতাবেক বাংলার বিজেপি নেতাদের রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা পরিকল্পনা তৈরি করতে হচ্ছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিজেপির কাছে এখন একটাই টার্গেট, তা হল যেনতেন প্রকারেন তৃণমূলকে চাপে ফেলা। আর তাই সেই মত করে ব্লু প্রিন্ট তৈরি করে ময়দানে নামতে শুরু করেছেন গেরুয়া শিবিরের নেতারা।

বিশেষজ্ঞদের মতে, বিজেপির রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালো করেই উপলব্ধি করেছে, এবার বিজেপির কাছে বাংলা দখলের জন্য একটা বড় সুযোগ রয়েছে। সেদিক থেকে এই সুযোগটি যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে তা আবার কবে আসবে, তা বড় সংশয়ের বিষয়। তাই এই পরিস্থিতিতে বিজেপি কোনোমতেই এই সুযোগটি হাতছাড়া করতে চাইছে না।

সেদিক থেকে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে এখন তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছেন বিজেপি নেতারা। যার ফলে দিনকে দিন রাজনৈতিক উত্তাপের পারদ বাড়তে শুরু করেছে বাংলায়। আর এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আগামীদিনে তৃণমূলকে আরও বেশি করে চাপে ফেলতে ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!