এখন পড়ছেন
হোম > জাতীয় > তৈরি হওয়ার আগেই কি ভাঙতে চলেছে মমতার স্বপ্নের বিরোধী মহাজোট? শাহের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা!

তৈরি হওয়ার আগেই কি ভাঙতে চলেছে মমতার স্বপ্নের বিরোধী মহাজোট? শাহের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই দিল্লি গিয়ে একের পর এক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে মনে করা হয়েছিল, বিরোধী মহাজোট গঠন করে এবার ধীরে ধীরে বিজেপি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করবে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে যদি বিজেপি বিরোধী মহাজোট তৈরি হয়, তাহলে সেখানে নির্ণায়ক হয়ে উঠতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলে মনে করা হয়েছিল। সেদিক থেকে 2024 এর লোকসভা নির্বাচনের আগে দেশে রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারকে সামনে রেখে বিরোধী মহাজোট মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল একাংশের মধ্যে।

কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিরোধী মহাজোট কি ভাঙতে বসেছে? তৈরি হওয়ার আগেই কি ভেঙে খানখান হতে চলেছে সেই বিরোধী ঐক্য? ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি বৈঠক করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। স্বভাবতই এই শরদ পাওয়ারকে সামনে রেখে বিরোধী মহাজোট একাধিক স্বপ্ন দেখলেও, সেখানে এই অভিজ্ঞ নেতা যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় চাণক্যের সঙ্গে বৈঠক করলেন, তাতে চিন্তা ক্রমশ বাড়ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে।

সূত্রের খবর, এদিন শরদ পাওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আর তারপরেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়, তাহলে কি বিরোধী মহাজোটে সামিল হচ্ছেন না শরদ পাওয়ার? আর সেই কারনেই বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপনে আলোচনা শুরু করে দিলেন তিনি? কি আলোচনা হল তাদের মধ্যে? জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে সমবায় মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন। সেদিক থেকে সমবায় চিনি কারখানা ফেডারেশনের হয়েই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাক্ষাৎ করেছিলেন। যদিও বা প্রকাশ্যে এই কথা বললেও, তা নিয়ে গুঞ্জন কিন্তু থেকেই যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সম্প্রতি কংগ্রেসের রাহুল গান্ধীর বৈঠকে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা উপস্থিত হলেও, সেখানে দেখা যায়নি শরদ পাওয়ারকে। এমনকি কিছুদিন আগে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সেভাবে শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করে সামনাসামনি বৈঠক করতে দেখা যায়নি তাকে। আর এই পরিস্থিতিতে সেই শরদ পাওয়ার যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন, তাতে বিরোধী মহাজোটে ফাটল তৈরি হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

পর্যবেক্ষকদের মতে, এর সঙ্গে জল্পনা তৈরি করা বৃথা। হয়তো বা শরদ পাওয়ার পরিকাঠামোগত কোনো সমস্যা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। তবে যদি এর পেছনে রাজনৈতিক কোনো কারণ থাকে, তাহলে বিরোধী মহাজোট তৈরি হওয়ার আগেই যে বড়সড় দুর্ভোগ নেমে আসতে চলেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সম্ভাবনায়, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে অমিত শাহের সঙ্গে শরদ পাওয়ারের সাক্ষাৎ এবং তা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা আগামী দিনে তা বাস্তব হয়, নাকি বিজেপির বিরুদ্ধে জোট গঠনে অগ্রণী ভূমিকা নেন এনসিপি সুপ্রিমো, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!