এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তোলাবাজ ভাইপো হঠাও” স্লোগানের জবাব! ফাঁসিকাঠে দাঁড়ানোর চ্যালেঞ্জ অভিষেকের

“তোলাবাজ ভাইপো হঠাও” স্লোগানের জবাব! ফাঁসিকাঠে দাঁড়ানোর চ্যালেঞ্জ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগদান করার পর থেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। বিভিন্ন সভা থেকে “তোলাবাজ ভাইপো হটাও” বলে স্লোগান তুলেছেন তিনি। তবে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও তিনি যে “ভাইপো” বলে তাকেই বোঝাতে চেয়েছেন, তা কার্যত পরিষ্কার। আর শুভেন্দু অধিকারী যখন এইরকম স্লোগান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করছেন, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে তার জবাব দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যেখানে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসিকাঠে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারীর জবাব এভাবে চ্যালেঞ্জ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেওয়ায় এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের স্টেডিয়ামে তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। আর সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেখানেই “তোলাবাজ ভাইপো হটাও” বলে শুভেন্দু অধিকারী যে স্লোগান দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে জবাব দিতে দেখা যায় অভিষেকবাবুকে। তিনি বলেন, “কেউ কেউ বলছে তোলাবাজ ভাইপো হটাও। আমার তোলাবাজির অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, আমার জন্য ফাঁসিকাঠ তৈরি করে রেখো। আমি মৃত্যুবরণ করব। আমার পেছনে ইডি, সিবিআই দিতে হবে না। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখা গিয়েছে! আসল তোলাবাজ কে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হাততালিতে ফেটে পড়েন। একাংশ বলছেন, যেভাবে দুর্নীতির অভিযোগে বিজেপিতে নাম লিখানোর পর থেকেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করতে শুরু করেছেন, তাতে তৃণমূল কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল। কিন্তু এদিন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি ফাঁসিকাঠে মৃত্যুবরণ করতে রাজি বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি অনেকটাই চাপে পড়ে গেল বলে দাবি বিশেষজ্ঞদের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসবে, ততই এই রকম ঘটনা আরও বেশি করে ঘটতে শুরু করবে। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের রাজনীতি নতুন কিছু নয়। কিন্তু এদিন যেভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবকে কার্যত খন্ডন করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, তা অবশ্যই দেখার বিষয়। পাশাপাশি এই ব্যাপারে শুভেন্দু অধিকারী পাল্টা কোনো বিবৃতি দেন কিনা, তার দিকেও লক্ষ্য থাকবে গোটা রাজনৈতিক দলের। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে জমে উঠল রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!