এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তোলাবাজ ভাইপোর” জবাব অভিষেকের, পাল্টা প্রশ্ন শুভেন্দুর!

“তোলাবাজ ভাইপোর” জবাব অভিষেকের, পাল্টা প্রশ্ন শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর প্রথম সভা থেকেই “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আর তিনি এই “তোলাবাজ ভাইপো” বলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এই বিষয়ে কোনো নাম করেননি শুভেন্দুবাবু। তবে শুভেন্দু অধিকারী যখন তাকে “তোলাবাজ ভাইপো” বলে নাম না করে কটাক্ষ করছেন, তখন উত্তরবঙ্গের গঙ্গারামপুরের সভা থেকে সেই জবাব দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি ফাঁসিকাঠে যেতে রাজি আছেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জবাব দিলেও তাকে আক্রমণ করতে পিছপা হননি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার উত্তরবঙ্গে যখন সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই দক্ষিণবঙ্গের সভা থেকে তাকে এই ব্যাপারে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দুবাবু।

জানা গেছে, এদিন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের নাম তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কয়লা থেকে গরু সবকিছুতেই জড়িত বিনয় মিশ্রের সঙ্গে ভাইপোর কি সম্পর্ক, তার জবাব তো দিতে হবে। মানুষকে তো জানাতে হবে। বিনয় মিশ্রকে এতগুলো সিকিউরিটি দেওয়া হয়েছিল কেন! তার জবাব তো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই বিনয় মিশ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, সম্প্রতি তার বাড়িতে সিবিআইয়ের পক্ষ থেকে হানা দেওয়া হয়েছিল। আর তারপরেই তার দুর্নীতি নিয়ে সরব হতে শুরু করেন শুভেন্দু অধিকারী। এদিন “তোলাবাজ ভাইপো” কটাক্ষের জবাব যখন উত্তরবঙ্গ থেকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বিনয় মিশ্রের কথা তুলে ধরে তার সঙ্গে অভিষেকবাবুর কি সম্পর্ক, সেই প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। যা রাজ্য রাজনীতিতে এখন ক্রমাগত শাসক-বিরোধী তরজাকে বাড়িয়ে দিতে শুরু করল বলেই দাবি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এইরকম ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করবে। বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে যখন উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তখন বিজেপি চেষ্টা করছে তৃণমূলের দুর্নীতিকে সামনে এনে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার। সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে।

আর বিজেপিতে নাম লেখানোর পরই তার প্রধান টার্গেট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও বিনয় মিশ্রের কথা তুলে ধরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শোরগোল তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!